IND vs NZ: সিরিজ বাঁচানোর ম্য়াচ শিখরদের, কাল কেমন হতে পারে ভারতীয় একাদশ?
IND vs NZ, 3rd ODI: ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার ইনিংসই সঙ্গী। তবুও ঋষভ পন্থের ওপরই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। যদিও বিকল্প রয়েছেন সঞ্জু স্যামসন।
তালিকায় শ্রেয়স ও দীপক চাহার
1/11
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল খেলতে নামবে ভারতীয় দল। ওপেনিংয়ে নিশ্চিতভাবেই থাকছেন ভারত অধিনায়ক শিখর ধবন।
2/11
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন শুভমন গিল। তিনিই নামবেন ওপেনিংয়ে ধবনের সঙ্গী হিসেবে।
3/11
প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট করতে নেমে অর্ধশতরান হাঁকিয়েছিলেন শ্রেয়স আইয়ার। শেষ ওয়ান ডে-তেও মিডল অর্ডারে দলকে ভরসা জোগাবেন এই ডানহাতি।
4/11
চার নম্বর পজিশনে ব্য়াট করতে নেমে নিশ্চিতভাবেই থাকবেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন সূর্যকুমার।
5/11
ফিনিশারের ভূমিকায় দেখা যাবে দীপক হুডাকে। হার্দিক পাণ্ড্য না থাকায় বাড়তি দায়িত্ব থাকবে হুডার কাঁধে।
6/11
ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার ইনিংসই সঙ্গী। তবুও ঋষভ পন্থের ওপরই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। যদিও বিকল্প রয়েছেন সঞ্জু স্যামসন।
7/11
স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাডেজা না থাকায় সুন্দরের কাছে নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ।
8/11
পেসারদের মধ্যে অন্যতম দলের তরুণ তুর্কি অর্শদীপ সিংহ। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই নজরকাড়া পারফর্ম করেছেন তিনি।
9/11
চোট সারিয়ে দলে ফিরেছেন দীপক চাহার। ভুবির পরিবর্তে একদম যোগ্য বিকল্প তিনি।
10/11
কিউয়িদের গতি সর্বস্ব পিচে উমরান মালিকের আগুনে বোলিং অবশ্যই আলাদা মাত্রা যোগ করেছে। অভিষেকে ২ উইকেট তুলে নিয়েছিলেন কাশ্মীরের এই তরুণ।
11/11
ওয়ান ডে সিরিজে হয়ত কুলদীপের ওপরই শেষ ম্যাচে ভরসা করবে টিম ম্যানেজমেন্ট।
Published at : 29 Nov 2022 12:03 PM (IST)