Kolkatar Harry: সোহমের প্রথম প্লেব্যাক, সহজের দেখা মায়ের প্রথম ছবি.. প্রেক্ষাগৃহে 'কলকাতার হ্যারি'
এই গল্প ম্যাজিকের, রূপকথার। আজ মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত, রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh) পরিচালিত নতুন ছবি 'কলকাতার হ্যারি'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরমের ছুটিতে ছোটদের ছবি। ম্যাজিকের গল্প বলতে হ্যারি পটার হয়ে প্রেক্ষাগৃহে এসেছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।
হগওয়ার্টস থেকে নয়, এই হ্যারি এক্কেবারে খাস কলকাতার। ছবির নাম 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। এই ছবির শুধু নায়ক হওয়ার দায়িত্ব সোহমের কাঁধে নেই, সঙ্গে রয়েছে প্রযোজক এবং গায়ক হওয়ার দায়িত্বও।
'কলকাতার হ্যারি' কী ম্যাজিকের গল্প বলবে? সোহম বলছেন, 'কলকাতার হ্যারি অনেকটা লার্জার দ্যান লাইফ। আমরা বাচ্চাদের রুপকথার জগতে নিয়ে গিয়েছি। কোথাও সে আবার কড়া বাস্তবের মুখোমুখি হয়েছে, ধাক্কা খেয়ে পড়েছে। এভাবেই গল্পটা এগিয়েছে।'
'বোঝে না সে বোঝে না'-য় (Bojhe na Se Bojhe na) নিজের নায়িকা সঙ্গে এবার ব্যবসায়ীক লড়াই? স্বভাবসিদ্ধ হাসিমুখে সোহমের উত্তর, বিন্দুমাত্র লড়াই নেই, অবশ্যই বন্ধুত্ব আর স্বাস্থ্যকর প্রতিযোগীতা। কোভিড পরিস্থিতিতে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে লড়াই করে চলেছে.. সেই পরিস্থিতি কাটিয়ে বাংলা ছবি আমার ফ্লোরে ফিরেছে, শ্যুটিং চলছে, দর্শক সেই ছবি দেখতেও যাচ্ছে, আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার'
সোহম আরও বলছেন, 'স্বাস্থ্যকর প্রতিযোগীতা সবসময়েই থাকবে কিন্তু বাংলা ছবির সদস্য হিসেবে আমরা প্রতিযোগীতাটাকে এমন জায়গাতেও নিয়ে যাব না যেখানে একটা ছবি অপর ছবির ক্ষতি করে বসবে। ইন্ডাস্ট্রিতে সবসময় একে অপরকে সমর্থন করা উচিত। আমি যখন দেখলাম দেব (Dev) ২৯ এপ্রিল 'কিশমিশ' (Kishmish) মুক্তির সিদ্ধান্ত নিল, ভেবে নিয়েছিলাম, হয় এর আগে না হয় এর পরে 'কলকাতার হ্যারি' মুক্তি পাবে। একে অপরকে এই জায়গাটা দিলে তবেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে।'
সোহম আরও বলছেন, ''মিনি' আর 'কলকাতার হ্যারি' দুটোই বাংলার ছবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটো প্রেক্ষাপটের। দর্শকদের বলব, পুজোর তো চারটে দিন থাকে। আমরা পরিকল্পনা করি একদিন উত্তর কলকাতার ঠাকুর দেখব, অন্যদিক দক্ষিণ কলকাতা... তেমন করেই আপনারা শুক্রবার 'কলকাতার হ্যারি' দেখুন, শনিবার 'মিনি'। ছবিগুলোও ভাগ করে নিন, অসুবিধা কী!'
গরমের ছুটিতে ছোটদের ছবি। ম্যাজিক, রুপকথার গল্প বলতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। এই ছবিটা একটু বেশিই বিশেষ প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) একরত্তি পুত্র সহজের কাছে। কেন? কেবল তার মা সেখানে অভিনয় করছেন বলে নয়, এই প্রথম প্রেক্ষাগৃহে গিয়ে মায়ের অভিনীত একটা ছবি দেখবে সহজ (Sohoj)।
করোনা পরিস্থিতিতে ইংরাজিতে প্রচুর ছোটদের ছবি ফেলেছে সহজ। প্রিয়ঙ্কা বলছেন, 'বাচ্চাদের ভেবে কাজ খুব কম হয়। সহজ থিয়েটারে সিনেমা দেখতে খুব ভালোবাসে। গত কয়েকমাস ধরেই আমি ভাবছি কী ভালো ছবি আসছে যেটা একটা ৮ বছরের বাচ্চাকে সিনেমাহলে নিয়ে গিয়ে দেখা যায় যেটা ওর এবং আমার দুজনেরই ভালো লাগলে। 'কলকাতার হ্যারি'-এমন একটা ছবি যেটা বড় এবং বাচ্চা সবাই উপভোগ করতে পারবে। কোভিড পরিস্থিতিতে বাচ্চারা কার্যত না বুঝে ২ বছর ঘরে আটকে থেকেছে। নিজের সমবয়সী বাচ্চাদের সঙ্গে খেলতে পারেনি, ঝগড়া করতে পারেনি। সবকিছুই তো তাদের মানসিক গঠনের জন্য দরকার। এই ছবিটা ছোটদের জন্য একটা উপহার বলা যায়।'
এই ছবিতে কেবল অভিনয় নয়, প্রযোজকের দায়িত্ব পালন করেছেন সোহম। সেইসঙ্গে গানও গেয়েছেন তিনি। এই প্রথমবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -