In Pics: বড়পর্দায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আসছে 'থিঙ্কিং অফ হিম'
আগামী ৬ মে গোটা দেশে মুক্তি পেতে চলেছে 'থিঙ্কিং অফ হিম'। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে এই ইন্দো-আর্জেন্টিনিয় ছবি মুক্তি পাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের অন্বেষণ এই ছবির মূল বিষয়।
ছবির সহ প্রযোজক, পুরস্কার প্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সূরজ কুমার।
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ফরাসি অনুবাদ পড়ার পর, ওকাম্পো রবীন্দ্রনাথ ঠাকুরের এক পরম অনুরাগীতে পরিণত হন। শোনা যায়, ১৯২৪ সালে বুয়েনস আইরেস সফরের সময় কবি অসুস্থ হয়ে পড়লে ওকাম্পো তাঁর সেবা করেন।
'থিঙ্কিং অফ হিম' ছবিতে রবি ঠাকুরের ভূমিকায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে আর্জেন্টাইন অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার রয়েছেন। এছাড়া ছবিতে রাইমা সেন ও হেক্টর বোর্দোনি রয়েছেন।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বুয়েনস আইরেসের সিনেমা ইউনিভার্সিটির অধ্যাপক পাবলো সিজার। মাত্র ১৩ বছর বয়সে পরিচালনায় হাতেখড়ি তাঁর।
পেরুর স্বাধীনতার শতবর্ষ উদযাপনে যোগ দিতে চলেছিলেন রবি ঠাকুর। ১৯২৪ সালের ৬ নভেম্বর চিকিৎসা ও বিশ্রামের জন্য বুয়েনস আইরেসে থামতে হয়। সেই সময়ে এইসবের দায়িত্ব নেন ভিক্টোরিয়া।
সুস্থ হয়ে ৩ জানুয়ারি ১৯২৫ সালে বুয়েনস আইরেস ত্যাগ করেন কবিগুরু। ৬৩ বছরের কবির কাছ থেকে সাহিত্যিক অনুপ্রেরণা পান ৩৪ বছরের ভিক্টোরিয়া।
ভারতেও ছবির শ্যুটিং হয়েছে কিছু। পাবলো সিজার বলেন, 'অনন্যা অভিজ্ঞতা ছিল। ১৯৯৪ সাল থেকে ভারতকে অল্প অল্প করে চিনেছি, অনেক লোকের সঙ্গে মেলামেশা করে তাঁদের আচরণ সম্পর্কে বুঝেছি।'
ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'ভিক্টোরিয়া ওকাম্পোর নজরে ও মননে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন, সেই সম্পর্কেই তৈরি হয়েছে ছবিটি। আমার আপনার ভাবনা এখানে প্রাধান্য পায়নি।'
ছবির জন্য ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হয়েছিল যে 'একজন মহিলা ও বুদ্ধিজীবী হিসেবে তিনি রবি ঠাকুর সম্পর্কে কতটা অনুভব করেছিলেন। তাঁদের আলাপ যখন হয় তখন তাঁদের বয়স ছিল অর্ধেক। কিন্তু তাঁদের সম্পর্কে অন্য কিছু ছিল।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -