Bengali Serial: অনিকেতের সাহায্যে অরুণাভর কুকীর্তি ফাঁস শ্যামলীর, মহাপর্বে আর কী কী চমক?
ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'-তে নতুন মোড়। অরূণাভর আসল রূপ সবার সামনে তুলে ধরতে পারবে শ্যামলী?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্যামলীর সাহায্যে অনিকেত প্রমাণ করে দেয় যে, প্রিয়াঞ্জলী নির্দোষ। তবে এখানেই শেষ নয়..
অনিকেত আরও প্রমাণ করে দেয় যে জ্যাকির পুলিশ অফিসার বাবা কিভাবে ফাঁসিয়েছিল অপ্রতীম ও প্রিয়াঞ্জলী-কে।
অঙ্কিতের মায়ের শত চেষ্টা সত্ত্বেও সামনে আসে সত্যিটা। জোড়াবাড়ির সবাই খুশি হয় শ্যামলীর ওপর।
ফিরিয়ে দেয় শ্যামলীর চাকরিও। কিন্তু এরপরেই শ্যামলী নতুন একটা পরিকল্পনা করে।
চাকরিতে অরুণাভ ঠিক কী কী বেনিয়ম ও আর্থিক তথরুপ করেছে সেই সমস্ত কিছু প্রকাশ্যে আনবে সে।
অরুণাভর আসল কীর্তি সবার সামনে তুলে ধরতে অনিকেতের সাহায্য চায় শ্যামলী।
এই ঘটনায় শ্যামলীকে পুরোপুরি বিশ্বাস না করলেও, কিছুটা বাড়ির অমতে গিয়েই শ্যামলীকে সাহায্য করতে রাজি হয় অনিকেত।
অবশেষে অনিকেতের সাহায্যে অরুণাভর সমস্ত দোষ, কীর্তি প্রমাণ করে দেয় শ্যামলী।
১ ঘণ্টার বিশেষ এই এপিসোড দেখা যাবে আগামীকাল, জি বাংলার পর্দায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -