Kriti Kharbanda Birthday: ডিভোর্সি নায়কের সঙ্গে প্রেম, সমালোচনার তোয়াক্কা করেন না কৃতী
শিশুশিল্পী হিসেবে পদার্পণ ইন্ডাস্ট্রিতে। এখন পুরোদস্তুর নায়িকা। দক্ষিণে দর্শকের মন জয় করেছেন আগেই। হিন্দি ছবিতেও কাজ করছেন চুটিয়ে। ২৯ অক্টোবর জন্মদিন অভিনেত্রী কৃতী খারবান্দার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্ভ্রান্ত পঞ্জাবী পরিবারের মেয়ে কৃতী। ইশিতা খারবান্দা তাঁর বোন, ভাই জয়ওয়াধন খারবান্দা। তিনি পেপার প্লেন প্রোডাকশন্সের প্রতিষ্ঠাতা।
স্নাতক পাস করে জুয়েলরি ডিজাইনিংয়ে ডিপ্লোমা করেন কৃতী। কিন্তু আসল ভালবাসা ছিল অভিনয়ই। তাই কেরিয়ার হিসেবে মডেলিং এবং অভিনয়কেই বেছে নেন।
ছোট্ট বয়সেই একাধিক বিজ্ঞাপনে কাজ করেন কৃতী। স্কুল, কলেজে পড়ার সময়ও কাজ করে গিয়েছেন একটানা। ফেয়ার অ্যান্ড লাভলি, স্পার, ভীম জুয়েলার্সের মতো তাবড় সংস্থার সঙ্গে কাজ করেছেন।
২০০৯ সালে তেলুগু ছবি ‘বনি’-তে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। কন্নড়, তামিল ছবিতেও অভিনয় করেছেন। ‘রাজ: রিবুট’ ছবির মাধ্যমে পা রাখেন বলিউডে। বিপরীতে ছিলেন এমরান হাশমি।
মাত্র এক দশকে ২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন কৃতী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবি হল, ‘গুগলি’, ‘সুপার রঙ্গা’, ‘ব্রুস লি-দ্য ফাইটার’, ‘গেস্ট ইন লন্ডন’, ‘পাগলপনতি’, ‘হাউসফুল ৪’, ‘শাদি মে জরুর আনা’।
অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্ক রয়েছে কৃতীর। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পুলকিতের। শুরু দিকে সম্পর্কের কথা স্বীকার না করলেও, এখন দু’জনেই প্রেম করছেন বলে মেনে নিয়েছেন। তবে আপাতত বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে কৃতী বলেন, “সবকিছুর সঠিক সময় রয়েছে। খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। পুলকিতের সঙ্গে প্রেম করছি মানতে কোনও আপত্তি নেই।”
ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন কৃতী। শরীরচর্চার ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এ ছাড়াও পোল ডান্সেও দক্ষ তিনি।
গ্ল্য়ামার জগতের বাসিন্দা হয়ে, প্রচারের আলোয় সারা ক্ষণ থেকেও সোজা-সাপ্টা কথা বলাই পছন্দ কৃতীর। লোকে ঠিক ভাবে বা নিলেও, তাঁর এমনই পছন্দ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -