Kriti Kharbanda: তেলুগু ছবি দিয়ে অভিনয় শুরু, 'রাজ' ফ্র্যাঞ্চাইজিতে বলিউডে ডেবিউ, কৃতি খরবন্দার অভিনয় সফর
২০০৯ সালে মুক্তি পায় তেলুগু ছবি 'বনি'। এই ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী কৃতি খরবন্দা। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১০ সালে কন্নড় ছবি 'চিরু'তে দেখা যায় তাঁকে। এরপর ২০১১ সালে মুক্তি পায় 'আলা মোডালাইন্দি' ও 'তিন মার' নামক আরও দুটি তেলুগু ছবি। ছবি: ইনস্টাগ্রাম
বলিউডে তিনি পা রাখেন ২০১৬ সালে। 'রাজ: রিবুট' তাঁর প্রথম হিন্দি ছবি। এর আগে একগুচ্ছ দক্ষিণী ছবিতে কাজ করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
২০১৭ সালে মুক্তি পায় 'গেস্ট ইন লন্ডন' ও 'শাদি মে জরুর আনা' ছবিতে কাজ করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
'শাদি মে জরুর আনা' ছবিতে তাঁকে দেখা যায় রাজকুমার রাওয়ের বিপরীতে। এই ছবির পর বিশেষ প্রশংসা লাভ করে তাঁর অভিনয়। ছবি: ইনস্টাগ্রাম
২০১৮ সালে ফের তাঁকে দেখা যায় 'কারওয়ান' ছবিতে, একটি ছোট চরিত্রে। এই ছবিতে অভিনয় করেন ইরফান খান, দুলকর সলমন ও মিথিলা পালকর। ছবি: ইনস্টাগ্রাম
২০১৮ সালে মুক্তি পায় 'বীরে কি ওয়েডিং'। সদ্যবিবাহিত পুলকিত ও কৃতি এই ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় করেন। ছবি: ইনস্টাগ্রাম
ওই একই বছরে মুক্তি পায় 'ইয়ামলা পগলা দিওয়ানা: ফির সে'। দেওল পরিবারের সঙ্গে ছবিতে তাঁকে ডাক্তার চিকুর চরিত্রে দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম
এরপর ২০১৯ সালে 'হাউজফুল ৪', 'পাগলপন্থি' ছবিতে, ২০২০ সালে 'তাইশ', ২০২১ সালে '১৪ ফেরে' নামক হিন্দি ছবিগুলিতে তিনি অভিনয় করেন। ছবি: ইনস্টাগ্রাম
আগের সপ্তাহেই বিয়ে সেরেছেন কৃতি খরবন্দা। তাঁর অভিনীত 'রিস্কি রোমিও' মুক্তির অপেক্ষায় এই বছরেই। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -