Kriti Sanon Unknown Facts: চাকরির প্রস্তাব ছেড়ে অভিনয়ে পা, সুশান্তের সঙ্গে সম্পর্ক, জন্মদিনে অজানা কৃতি শ্যানন
তাঁর জীবনের মোড় ঘুরিয়েছে 'মিমি' (Mimi) ছবিটি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও মানুষের মন ছুঁয়ে গিয়েছিল এই ছবি। অনেকেই বলেছিলেন, 'মিমি' দেখার পরে কৃতি শ্যানন (Kriti Shanon)-কে কেউ আর কেবল সুন্দরী অভিনেত্রী বলবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সেই অভিনেত্রীর জন্মদিন। কিন্তু জানেন কী এই অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়েছিল বিজ্ঞাপনের হাত ধরে? জেনে নিন কৃতি সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য।
দিল্লিতে পড়াশোনা করেছেন কৃতি শ্যানন। আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন কৃতি। স্কুল শেষ করে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন কৃতি।
তাঁর প্রথম কেরিয়ার শুরু হয় একটি বিজ্ঞাপন থেকে। প্রথম মহেশ বাবুর (Mahesh Babu) বিপরীতে অভিনয় দিয়ে পর্দায় রা রাখেন তিনি।
কলেজ জীবনে কৃতী ছাত্রী ছিলেন কৃতি। তাঁর বাবা চার্টার্ড অ্যাকাউনটেন্টের কাজ করতেন। মা ছিলেন প্রফেসর।
সলমন খানের ফ্যান ছিলেন কৃতি। তাঁর অন্যতম প্রিয় অবসরযাপন ছিল সিনেমা দেখা। 'দিলওয়ালে' ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করবেন বলে উচ্ছসিত ছিলেন কৃতি।
বলিউডে সবচেয়ে লম্বা নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন। তাঁর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।
রান্না করতে ভালোবাসেন কৃতি। শরীরচর্চা করতেও ভীষণ ভালোবাসেন তিনি। রেখা (Rekha) আর কাজল (Kajol) তাঁর বলিউডের প্রিয় নায়িকা। পরিবারের বড় মেয়ে কৃতি।
পড়াশোনা শেষ করার পরে দুটো চাকরির অফার পেয়েছিলেন কৃতি। কিন্তু সেই সমস্ত অফার ছেড়ে তিনি মুম্বই পাড়ি দেন। অভিনয় তাঁর প্যাশন। আর সেই প্যাশনের টানেই মায়ানগরী পাড়ি দিয়েছিলেন তিনি।
'রবতা' ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অভিনয় করেছিলেন কৃতি। সেইসময় সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায় বলিউডে। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেঁকেনি। কৃতির সঙ্গে বিচ্ছেদের পরেই সুশান্ত রিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পর তাঁর স্মৃতি বার বার ফিরে এসেছে কৃতির সামাজিক মাধ্যমের পাতায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -