'Kulpi' Premier: প্রেক্ষাগৃহে হাজির 'কুলপি', প্রিমিয়ারে চাঁদের হাট
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পায়েল সরকার ও প্রত্যয় ঘোষ অভিনীত 'কুলপি' ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিডি প্রোডাকশনের প্রথম ছবি এটি। সম্প্রতি শহরের এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির 'গ্র্যান্ড প্রিমিয়ার'।
ইভেন্টে হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলী। কাটা হয় বিশেষ কেকও।
'কুলপি' এক ছক ভাঙা প্রেমের গল্প বলে। ছবিতে পায়েলের চরিত্রের নাম 'কঙ্কনা'। নাম ভূমিকায় প্রত্যয়।
প্রত্যয় ঘোষ একজন তরুণ এবং প্রতিভাবান অভিনেতা যিনি এই ছবি দিয়েই সিনেমায় যাত্রা শুরু করলেন।
রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন বর্ষালী চট্টোপাধ্যায়।
সমাজের চেনা ছকের বাইরের প্রেমের গল্প শোনাবে 'কুলপি'। তার সঙ্গে থাকবে নানারকমের ট্যুইস্টও।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু ও প্রমুখ।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু ও প্রমুখ।
ছবিটি সমাজের সেই বিশেষ অংশের দুর্দশা ও যন্ত্রণার কথা তুলে ধরবে যাঁরা দীর্ঘকাল ধরে অমানবিক বৈষম্যের সাক্ষী হয়ে আসছে এবং মৌলিক অধিকার ও মূল্যবোধ থেকে আজও অনেকক্ষেত্রে বঞ্চিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -