Kumar Sanu in Kolkata: কলকাতায় কুমার শানু, করোনা নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্য়ে দিলেন বিশেষ বার্তা
কলকাতায় কুমার শানু
1/7
সম্প্রতি কলকাতায় এসেছিলেন মেলোডি কিং কুমার শানু।
2/7
একটি চা কোম্পানীর প্রচারে তিলোত্তমার দেখা মিলল বিখ্য়াত এই শিল্পীর।
3/7
প্রত্য়েকবারের মত এবারও কলকাতায় এসে উচ্ছ্বসিত কুমার শানু।
4/7
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে উঠে এল চা'য়ের প্রসঙ্গ।
5/7
ঠিক কেমন চা খেতে ভালোবাসেন তিনি, জানালেন সেকথাও।
6/7
করোনা মহামারীতে চা পানের উপকারীতা সম্পর্কেও কথা বললেন এই লিভিং লেজেন্ট।
7/7
এখানেই শেষ নয়। বিশেষ এই দিনটি অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন কুমার শানু।
Published at : 31 Dec 2021 02:17 PM (IST)