'Laapataa Ladies' Fame Sparsh Shrivastava: 'লাপতা লেডিজ' নয়, নাচ দিয়ে শুরু, পর্দার 'দীপক' ওরফে স্পর্শ কাজ করেছেন একগুচ্ছ ধারাবাহিক, সিরিজে
কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ' এখন জনমুখে প্রচারিত। ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সকলেই। প্রেক্ষাগৃহে জনপ্রিয়তা লাভের পর ওটিটি মুক্তি পায় এই ছবি, সেখানে আরও বেশি ভালবাসা পেয়েছে এই ছবি। মুখ্য চরিত্র দীপক হিসেবে স্পর্শ শ্রীবাস্তবও নজর কেড়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেবারে আনকোরা মনে হলেও এর আগেও কাজ করেছেন স্পর্শ। কর্মজীবনের একেবারে শুরুর দিকে একটি ডিজনির শোয়ে কাজ করেছেন তিনি। টিভি সিরিজ 'শেক ইট আপ'-এ অভিনয় করেছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
সিটকম 'শেক ইট আপ'-এ স্পর্শ শ্রীবাস্তব অভিনয় করেন। এই অনুষ্ঠানটি ডিজনিতে দেখানো হল ২০১৩ সালে। এটি একই নামের একটি আমেরিকান শোয়ের ভারতীয় সংস্করণ ছিল। আসল শোয়ে মুখ্য চরিত্রে অভিনয় করতেন বেলা থ্রোন ও জেনডায়া। ছবি: ইনস্টাগ্রাম
'শেক ইট আপ' ধারাবাহিকে নীল নামক চরিত্রে অভিনয় করতেন স্পর্শ। যে তার প্রিয় বন্ধু যশের সঙ্গে পেশাগতভাবে নাচ নিয়ে জীবনে এগোতে চাইত। ছবি: ইনস্টাগ্রাম
এছাড়াও জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বালিকা বধূ'তে স্পর্শ শ্রীবাস্তব কাজ করেছেন। এছাড়া ক্রাইম ড্রামা 'জামতাড়া - সবকা নম্বর আয়েগা' সহ একাধিক কাজ করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
রাজস্থানের রাজাখেড়ায় জন্মগ্রহণ করেন স্পর্শ। নাচের রিয়েলিটি শো 'চক ধুম ধুম'-এ অংশ নিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ২০১০ সালে এই শোয়ে অংশ নেন তিনি যখন তাঁর বয়স ছিল ১১। ছবি: ইনস্টাগ্রাম
একাধিক ধারাবাহিকে একের পর এক কাজ করলেও কোনওদিন মুখ্য চরিত্রে কাস্ট করা হয়নি তাঁকে। এরপর তিনি আগ্রায় নিজের বাড়িতে ফিরে যান। ছবি: ইনস্টাগ্রাম
তাঁর কেরিয়ার ইউ-টার্ন নেয় হঠাৎই যখন তাঁকে 'লাপতা লেডিজ' ছবির প্রস্তাব দেওয়া হয়। নেটফ্লিক্সের 'জামতাড়া' দেখে তাঁকে পছন্দ হয় নির্মাতাদের। ছবি: ইনস্টাগ্রাম
'জামতাড়া'তে স্পর্শকে দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা ও প্রযোজক আমির খান। তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। ছবি: ইনস্টাগ্রাম
এরপর তিনি 'লাপতা লেডিজ' ছবির জন্য অডিশন দেন ও বাছাই হন। এরপর বাকিটা ইতিহাস। 'লাপতা লেডিজ' ছবির দীপক এখন সকলের মনে স্থায়ী স্থান পেয়েছে। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -