'Laapataa Ladies' Fame Nitanshi Goel: মাত্র ১৬ বছর বয়সেই ফলোয়ার ছাড়িয়েছে ১০ মিলিয়নের গণ্ডি, 'লাপতা লেডিজ' খ্যাত ফুল কুমারীকে চেনেন?
কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ' রীতিমতো ঝড় তুলেছে। নেটফ্লিক্সে ওটিটি মুক্তির পর এই ছবি দেখে যেমন খুশি সমালোচকরা, তেমনই সাধারণ মানুষ। বিপ্লব গোস্বামীর লেখা গল্প 'টু ব্রাইডস'-এর সিনেমায় রূপান্তর করেছেন কিরণ। প্রযোজনায় আমির খানের প্রযোজনা সংস্থা। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিরণ রাওয়ের পরিচালনার ভূয়সী প্রশংসা যেমন হচ্ছে চারিদিকে, তেমনই সাড়া ফেলেছে ছবির অভিনেতা, অভিনেত্রীরা। এক্কেবারে আনকোরা তিন মুখ, এখন দেশবাসীর খুব চেনা। ফুল কুমারীর চরিত্রে নিতাংশি গোয়েল বিশেষ নজর কেড়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
'লাপতা লেডিজ' ছবির অন্যতম প্রধান চরিত্র ফুল কুমারী। যিনি বিয়ের পর বরের হাত ধরে শ্বশুরবাড়ির পথে পাড়ি দিয়ে, হারিয়ে যান স্টেশনে। জানেন ফুলের চরিত্রে অভিনয় করা নিতাংশির বয়স মাত্র ১৬। ছবি: ইনস্টাগ্রাম
তবে এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত খ্যাত তিনি। তাঁর দুর্দান্ত, পরিমিত, যথাযথ অভিনয় দাগ কেটেছে মানুষের মনে। সেই সঙ্গে তাঁর চোখের সারল্য, যার প্রভাব থাকবে বহুদিন। ছবি: ইনস্টাগ্রাম
নয়ডায় জন্ম নিতাংশির। অনেক ছোট বয়সেই গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন তিনি। ২০১৫ সালে 'মিস প্যান্টালুনস জুনিয়র ফ্যাশন আইকন' খেতাব জেতেন তিনি। সেই থেকে একাধিক ফ্যাশন শোয়ে মডেলিং করেছেন তিনি। একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনেরও অংশ তিনি। ছবি: ইনস্টাগ্রাম
মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন তিনি। 'নাগার্জুনা: এক যোদ্ধা', 'কর্মফল দাতা শনি', 'ইশকবাজ', 'দয়া', 'পেশওয়া বাজিরাও' ইত্যাদিক একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
টেলিভিশন ধারাবাহিক ছাড়াও 'এস এস ধোনি: দ্য আনটোল্ট স্টোরি', 'ইন্দু সরকার', 'হুরদং'-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। এছাড়া সর্বশেষ তাঁকে 'লাপতা লেডিজ'-এ মুখ্য চরিত্রে দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম
অভিনয় ও মডেলিং ছাড়াও, তাঁর সোশ্যাল মিডিয়া উপস্থিতি তাক লাগিয়ে দেওয়ার মতো। তিনি কনিষ্ঠতম ভারতীয় অভিনেত্রী যাঁর সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। এই প্ল্যাটফর্মে তাঁর আপাতত ফলোয়ার সংখ্যা ১০.২ মিলিয়ন। ছবি: ইনস্টাগ্রাম
এছাড়াও 'স্ন্যাপচ্যাট'-এও তাঁর ফলোয়ার সংখ্যা বিপুল। স্ন্যাপচ্যাট তারকাদের মধ্যে অন্যতম তিনি। ২০২২ সালে 'ইউনাইটেড বিজনেস জার্নাল' প্রকাশিত 'ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস ৩০ আন্ডার ৩০'-তে তাঁর নাম উল্লেখ করা হয়। ছবি: ইনস্টাগ্রাম
যখন 'লাপতা লেডিজ' ছবির অডিশন দেন নিতাংশি, তখন তিনি জানতেন না যে ছবিটির পরিচালক কিরণ রাও ও প্রযোজক আমির খানের সংস্থা। এমনকী যখন তাঁকে ফোন করা হয় প্রযোজনা সংস্থার তরফে, তিনি ভেবেছিলেন কেউ মজা করছে। পরে বোঝেন তিনি সত্যিই নির্বাচিত হয়েছেন ফুল কুমারী হিসেবে। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -