পূজা হেগড়ে,হিনা খান,দিব্যা খোসলা ও অন্যরা, ল্যাকমে ফ্যাশন উইকে চাঁদের হাট
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ইভেন্ট ল্যাকমে ফ্যাশন উইক। (ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবছরে দুবার করে মুম্বইয়ে এই ইভেন্টের আয়োজন হয়ে থাকে। (ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
সামার রিসর্ট হয়ে থাকে মার্চ-এপ্রিলে। উইন্টার রিসর্ট হয় অগাস্টে। (ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
এই ফ্যাশন শো-তে বহু সেলেব্রিটিকেই মার্জার সরণীতে হাঁটতে দেখা যায়। (ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
এবার পূজা হেগড়ে ও দিব্যা খোসলা কুমারকেও র্যা ম্প মাতাতে দেখা গেল। (ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
১৯৯৯ থেকে শুরু ল্যাকমে ফ্যাশন উইকের। তারপর থেতে তা ক্রমে দেশে প্রধান ফ্যাশন ইভেন্ট হয়ে উঠেছে।(ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
মণীষ মালহোত্রর হয়ে ইভেন্টে শো স্টপার হয়েছিলেন কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান। (ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
এই ইভেন্টে ডিজাইনার সব্যসাচী মুখার্জীর কেরিয়ারের সূত্রপাত হয়েছিল। (ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -