Celebrities Guinness Records: লালিতা পাওয়ার থেকে কুমার শানু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন এই বলিউড সেলেবরা
Celebrities Guinness Records: কেউ ৩ মিনিটে তুলেছেন ১৮৪টি সেলফি! আবার কেউ ১৯ জন গায়কের সঙ্গে গেয়েছেন হনুমান চালিসা। আর এভাবেই এই বলিউড সেলেবরা জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে।
লালিতা পাওয়ার থেকে কুমার শানু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন এই বলিউড সেলেবরা
1/10
প্রথমেই যাঁর কথা বলা বলব তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেত্রী। কথা বলছি ললিত পাওয়ারের। ১৯১৬ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহন করেন এই অভিনেত্রী। হিন্দি , মারাঠি এবং গুজরাটি ভাষায় ৭০০টিরও বেশি ছবিতে অভিনয় করেন তিনি।
2/10
ইন্ডাস্ট্রিতে ৭০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে, দীর্ঘতম ক্যারিয়ারের জন্য তিনি একটি বিশ্ব রেকর্ড করেছেন। উল্লেখ্য়, 'আনারি' ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ললিতা পাওয়ার ।
3/10
এই তালিকায় আছে প্রখ্য়াত গায়িকা আশা ভোঁসলের নাম। ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে তিনি অবশ্য়ই অন্য়তম। ১৯৪৩ সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। তিনি তাঁর সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন।
4/10
১১০০০টিরও বেশি একক এবং যুগল গান গেয়েছেন তিনি। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য়, ১৯৭৭ সাল পর্যন্ত আশা ভোঁসলে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন।
5/10
এই তালিকায় রয়েছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের নাম। ৩ মিনিটে ১৮৪টি সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই অভিনেতা।
6/10
উল্লেখ্য়, 'সেলফি' নামের একটি সিনেমায় ইমরান হাশমির (Emraan Hashmi) সঙ্গে কাজ করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রসঙ্গত, রাজ মেহতার এই ছবি দিয়েই প্রথমবার একে অপরের সঙ্গে কাজ করছেন ইমরান ও অক্ষয়। এই ছবিতে দেখা গেছিল নুসরত ভারুচা এবং ডিয়ানা পেন্টিকেও।
7/10
কুমার শানুর কন্ঠে মন ভেজে না এমন মানুষ ভূ ভারতে কমই আছে। কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি নিজে কুমার শানুকে গান ও তবলা শিখান।তাঁকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে।
8/10
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর পক্ষ থেকে ২০১৪ সালে মহানায়ক উত্তম কুমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়।সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন বলিউডের এই শিল্পী।
9/10
১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে অ্য়াংরি ইয়ং ম্যান হিসেবে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন অমিতাভ বচ্চন। বাকিটা ইতিহাস। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্তরা। পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন এই মেগাস্টার।
10/10
অমিতাভ বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ১৯ জন বিখ্যাত গায়কের সঙ্গে হনুমান চালিসা গেয়ে একমাত্র অভিনেতা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন এই তারকা।
Published at : 13 Jul 2023 05:00 AM (IST)