Lata Mangeshkar Death Anniversary: স্মরণে সুরসম্রাজ্ঞী, প্রথম মৃত্যুবার্ষিকীতে লতা মঙ্গেশকরকে সশ্রদ্ধ প্রণাম
দেখতে দেখতে বছর ঘুরেছে। এক বছর আগে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শ্রদ্ধাজ্ঞাপনে। অনুরাগী থেকে শুরু করে তারকারা, সকলেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
দীর্ঘ অসুস্থতার পর লড়াইয়ে হার মানেন তিনি। চিকিৎসার ভাষায় 'মাল্টি অরগ্যান ফেলিওর' হয় তাঁর। শোকের ছায়া নামে শিল্প দুনিয়ায়।
৮ দশক দীর্ঘ কর্মজীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ৫ হাজারেরও বেশি গানে। একটা বা দুটো নয়, ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা জি।
মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, দেশের বিভিন্ন প্রজন্মের নায়িকাদের ঠোঁটে গান গেয়েছেন তিনি।
১৯৮৯ সালে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হন লতা মঙ্গেশকর। সঙ্গীতের দুনিয়ায় তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০১ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন'-এ ভূষিত করে।
শুধু দেশেই নয়, ২০০৭ সালে ফ্রান্সও তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মান 'অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার' দিয়ে সম্মানিত করেন।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ইনদওরে থিয়েটার শিল্পী ও সঙ্গীতশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও সেবন্তীর কোল আলো করে জন্ম নেন লতা।
১৯৪২ সালে বাবার মৃত্যুর পর ১৯৪৯ সালে মুম্বই চলে আসেন লতা। এখানে উস্তাদ অমন আলি খানের কাছে 'হিন্দুস্তানি সঙ্গীত'-এর তালিম নেন তিনি।
মদন মোহন, রাহুল দেব বর্মন, লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের মতো তাবড় সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সঙ্গে ৭০০টিরও বেশি গান গেয়েছেন তিনি কিন্তু রাহুল দেব বর্মনের হয়ে ১৯৬০ সালে গাওয়া গানগুলি অত্যন্ত জনপ্রিয়তা পায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -