IND vs AUS: অস্ট্রেলিয়াকে সামনে দেখলেই জ্বলে ওঠেন, বর্ডার-গাওস্কর ট্রফিতে কতটা সফল বিরাট?
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফি। সেই সিরিজে নজর থাকবে বিরাট কোহলির ব্যাটিংয়ের দিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২ সালে প্রথমবার বর্ডার-গাওস্কর ট্রফিতে সেঞ্চুরি হাঁকান বিরাট। সেই সিরিজে অ্য়াডিলেডে প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন তিনি।
বর্ডার-গাওস্কর ট্রফিতে চেন্নাইয়ে হওয়া একটি ম্যাচে শতরান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই ম্য়াচেও প্রথম ইনিংসে ১০৭ রান করেছিলেন তিনি।
২০১৪-১৫ মরসুমে বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বােচ্চ স্কোরার ছিলেন তিনি। সেই সিরিজে মোট ৪টি শতরান করেছিলেন কোহলি।
পাকাপাকি ভারত অধিনায়ক হওয়ার পর বিরাট বর্ডার-গাওস্কর ট্রফিতে সিরিজ জিতেছিলেন ২-১ ব্যবধানে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতা প্রথম ভারত অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে শতরানও হাঁকিয়েছিলেন।
শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে যখন ভারতীয় দল সিরিজ খেলতে গিয়েছিল। সেবার অ্যাডিলেডে ৭৪ রানের ইনিংস খেলেন বিরাট। কিন্তু সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যায় ভারত।
বিরাট এরপর দেশে ফিরে আসেন। কিন্তু অজিঙ্ক রাহানের নেতৃত্বে যদিও এরপর সেই সিরিজে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -