Lata Mangeshkar Demise: কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ থেকে মান্না দে, লতা মঙ্গেশকরের সঙ্গে সবারই ডুয়েট আজও সমান জনপ্রিয়
আজ ভারতীয় সঙ্গীতের ইতিহাসে একটি যুগের অবসান হল। প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে শুধু দেশেই নয়, ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে অন্যান্য দেশেও শোকের ছায়া। সঙ্গীত অনুরাগীরা আজ শোকস্তব্ধ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হন হিন্দি ছবিতে গান গেয়ে। তাঁর সেই সব গান ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে রয়েছে।
লতা মঙ্গেশকর যে সমস্ত সঙ্গীত পরিচালক ও সহ-শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের সবার সঙ্গেই অত্যন্ত ভাল সম্পর্ক ছিল। কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ, মান্না দে, উদিত নারায়ণ, কুমার শানুর মতো সঙ্গীতশিল্পীদের সঙ্গে লতা মঙ্গেশকরের জুটি বিখ্যাত হয়ে আছে।
বলিউডে প্লে-ব্যাকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের। ‘গাতা রহে মেরা দিল,’ ‘কোরা কাগজ থা ইয়ে মন মেরা,’ ‘পান্না কি তমন্না হ্যায়,’ ‘হাম দোনো দো প্রেমী,’ ‘ভিগি ভিগি রাতো মে’ সহ বহু গান আজও জনপ্রিয় এবং ভবিষ্যতেও জনপ্রিয় হয়ে থাকবে।
লতা মঙ্গেশকর-মহম্মদ রফির জুটিও অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁরা একসঙ্গে বহু ছবিতে গান গেয়েছেন। ‘কিতনা পেয়ারা ওয়াদা হ্যায়,’ ‘রুত হ্যায় মিলন কি,’ ‘তুম জো মিল গায়ে হো,’ ‘তেরি বিন্দিয়া রে’-র মতো গান আজও জনপ্রিয়।
লতা মঙ্গেশকর-মুকেশের জুটিও বেশ জনপ্রিয় ছিল। ‘ও মেরে সনম’ থেকে শুরু করে ‘এক পেয়ার কা নগমা হ্যায়,’ বহু গান একসঙ্গে গেয়েছেন তাঁরা। দুই সঙ্গীতশিল্পীই আজ প্রয়াত। কিন্তু তাঁদের গান অমর হয়ে আছে।
লতা মঙ্গেশকর-তালাত মাহমুদ জুটিও জনপ্রিয় ছিল। ‘ইতনা না মুঝসে তু পেয়ার বড়া,’ ‘হোকে মজবুর মুঝে,’ ‘সিনে মে সুলগতে হ্যায় অরমান’-এর মতো গানগুলি আজও জনপ্রিয়।
দুই কিংবন্তি লতা মঙ্গেশকর ও মান্না দে-র জুটিও অত্যন্ত জনপ্রিয় ছিল। ‘আজা সনম মধুর চাঁদনি মে,’ ‘চুনরি সমহাল গোরি,’ ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’-র মতো গানগুলি ভারতীয় সঙ্গীতের ইতিহাসে স্থান পেয়েছে।
বয়সে যাঁরা ছোট, সেই শিল্পীদের সঙ্গেও লতা মঙ্গেশকর সমানতালে গান গেয়েছেন। উদিত নারায়ণের সঙ্গেও তাঁর জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ন’য়ের দশকে তাঁরা একসঙ্গে অনেক গান গেয়েছেন।
কুমার শানুর সঙ্গেও লতা মঙ্গেশকরের জুটি ন’য়ের দশকে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। তাঁরা একসঙ্গে অনেক ছবিতে গান গেয়েছেন।
শুধু সহযোগী সঙ্গীতশিল্পীই না, অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও অত্যন্ত ভাল সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের। আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানান অমিতাভ বচ্চন।
রেখার সঙ্গেও অত্যন্ত ভাল সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের। তাঁর প্রয়াণে রেখাও শোকাহত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -