Lata Mangeshkar Last Rites: 'ওগো আর কিছু তো নাই, বিদায় নেওয়ার আগে তাই...' শেষযাত্রায় বিষাদের সুর
থামল সুরঝঙ্কার। প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পরই দিদিকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে।
আশা ভোঁসলে ছাড়াও, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরেকেও লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যান।
এর আগে, এমএনএস প্রধান রাজ ঠাকরেও হাসপাতালে লতা মঙ্গেশকরকে দেখতে ছুটে গিয়েছিলেন বলে জানা গেছে।
লতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। লতাকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন মধুর ভান্ডারকর।
শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে লতা মঙ্গেশকর।
ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাল মহারাষ্ট্রে সরকারি ছুটি ঘোষণা করা হল।
রাজ্যপাল জগদীপ ধনকড়ের ট্যুইট, ভারতরত্ন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর সুরেলা কণ্ঠ অমর। চিরকাল এই কিংবদন্তীর কণ্ঠ আমাদের মন্ত্রমুগ্ধ করে রাখবে। ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপালের।
ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ট্যুইট, লতাজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর সুরেলা কণ্ঠ গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছিল। সমস্ত গান আর স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা। প্রণাম। ট্যুইটে শ্রদ্ধাজ্ঞাপন বিরাট কোহলির।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে সনিয়া গাঁধীর শোকবার্তা। বিবৃতিতে তিনি লিখেছেন, একটি যুগের অবসান। লতা দিদির হৃদয়স্পর্শী কণ্ঠ, দেশাত্মবোধক গান এবং তাঁর জীবন-সংগ্রাম চিরকাল প্রতিটি প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর শেষযাত্রায় আন্তরিক শ্রদ্ধা জানাই। শোকবার্তা সনিয়ার
সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য। তার আগে প্রভুকুঞ্জে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন অমিতাভ বচ্চন ।
লতা মঙ্গেশকরের প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ট্যুইট, ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। বাংলা ও পূর্ব ভারতকে শুধু মনে জায়গা দেওয়াই নয়, নিজের অসাধারণ সঙ্গীত জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলায় আমি তাঁর কাছে কৃতজ্ঞ। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।
২০০১ সালে পান ভারতরত্ন সম্মান৷ জাতীয় পুরস্কার পেয়েছেন ৩ বার, ফিল্মফেয়ার পুরস্কার ৪ বার৷ এছাড়া পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, রাজীব গান্ধী পুরস্কার-সহ অজস্র সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর৷
সুর হারাল ভারত। কোকিল কণ্ঠীর প্রয়াণে প্রতিক্রিয়া রাজনাথের। ইন্দিরার সঙ্গে ছবি পোস্ট করে শ্রদ্ধা রাহুলের। ভারতীয় কলা জগতে অপূরণীয় ক্ষতি, প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
‘একটি যুগের অবসান। তাঁর জাদু কণ্ঠ ও উত্তরাধিকার সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে থেকে যাবে। তুলনাহীন একজন কিংবদন্তি,’ ট্যুইট পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের।
‘গতকাল সরস্বতী পুজো ছিল আর আজ মা তাঁর প্রিয় সন্তানকে নিয়ে গেলেন। আজ মনে হচ্ছে পাখি, গাছ, বাতাসও নীরব। স্বর কোকিলা, ভারতরত্ন লতা মঙ্গেশকরজি, আপনার পবিত্র স্বর চিরকাল থেকে যাবে,’ ট্যুইট শ্রেয়া ঘোষালের।
গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞীর।
করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গায়িকা। চিকিৎসায় সাড়া দিয়ে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল তাঁর। বের করা হয়েছিল ভেন্টিলেশন থেকেও। তবে ফের তাঁর ফের স্বাস্থ্যের পরিস্থিতি সঙ্কটাপন্ন হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউ-তে। গতকাল রাত থেকেই শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -