Satish Kaushik: মুম্বইয়ে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের জন্য প্রার্থনাসভার আয়োজন
সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা সতীশ কৌশিক। সোমবার তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয় মুম্বইয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের তাবড় তারকারা উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। দেখা করেন প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে।
সতীশ কৌশিকের সহকর্মী অনুপম খের, বনি কপূর, গুলশন গ্রোভার, বিবেক অগ্নিহোত্রী, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, বিদ্যা বালান এসেছিলেন।
গত ৮ মার্চ নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সতীশ কৌশিকের।
৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। দিল্লিতে হঠাৎ অস্বস্তি বোধ করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ রক্ষা হয়নি।
দিল্লিতে অভিশপ্ত সেই রাতে সতীশ কৌশিকের সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার সন্তোষ রাই। তিনি এক সাক্ষাৎকার ঘটনার রাতের কথা জানিয়েছেন।
তিনি বলেন, সাড়ে ৮টা নাগাদ রাতের খাবার খাই। ৯ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটের বিমানে মুম্বই ফিরে আসার কথা ছিল আমাদের। উনি (সতীশ কৌশিক) বলেন, সন্তোষ, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালের ফ্লাইট ধরতে হবে।
কিন্তু, রাত ১২টা ৫ মিনিট নাগাদ জোরে জোরে উনি আমার নাম ধরে ডাকতে থাকেন। দৌড়ে এসে জিজ্ঞাসা করি, 'স্যার, কী হয়েছে ? কেন চিৎকার করছেন ? ফোনেই বা কেন ডাকলেন না?'
উনি বলেন, শোনো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনও ডাক্তারের কাছে নিয়ে চলো আমায়।
অভিনেতা বলেন, 'সন্তোষ, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও। আমাকে বংশীকার জন্য বাঁচতে হবে। মনে হচ্ছে, আর বাঁচব না। শশী ও বংশীকার খেয়াল রেখো।' জানান তাঁর ম্যানেজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -