Laxmi Agarwal: কলকাতায় লক্ষ্মী আগরওয়াল, শোনালেন কঠিন সময়েও ঘুরে দাঁড়ানোর জীবনগাথা
শহরে লক্ষ্মী আগরওয়াল (Laxmi Agarwal)। রাষ্ট্র বিজয় উৎসব বাংলার সোনা মা ২০২২ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন প্রদেশের নারীরা সমাজে যে অবদান রেখেছেন তাঁদের সম্মানিত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজির হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও।
এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্য মদন মিত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এদিন আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। দেশাত্ববোধক গান ও নাচ পরিবেশনা করা হয়।
অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা বিশাল সিংহ। হাজির ছিলেন ডাঃ মারিয়া ফার্নান্ডেজ ও রাজেশ সিংহও।
এদিন অনুষ্ঠানে নারীদের সম্মান জানাতে তাঁদের জন্য বিশেষ আয়োজন ছিল। নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন অতিথিরাও।
শর্মিষ্ঠা আচার্য্যের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাঁর কথায়, একজন শক্তিশালী মহিলা আরও অনেককে উদ্বুদ্ধ করে তুলতে পারেন।
শর্মিষ্ঠা আরও বলেন, 'আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এমন কিছু মেয়েদের সম্মান জানালাম যাঁরা জাতির উন্নতিতে নিজেদের অবদান রেখেছে, উদ্বুদ্ধ করেছেন অনেক মানুষকে।'
এক ফ্রেমে তনুশ্রী ও লক্ষ্মী আগরওয়াল। প্রত্যেকেই ভাগ করে নেন তাঁদের নিজেদের জীবনে ওঠাপড়া ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও ঘুরে দাঁড়ানোর গল্প।
অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর জীবনী নিয়েই তৈরি হয়েছিল 'ছপক'। তাঁর জীবনের ওঠাপড়ার গল্প এখন অনেকেরই জানা। অ্যাসিড আক্রান্ত হয়েও লক্ষ্মী ঘুরে দাঁড়িয়েছেন, হয়ে উঠেছেন অনেক মানুষের প্রেরণা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -