Rakul Preet Singh: নাম জড়িয়েছে মাদককাণ্ডে, সমন পাঠিয়েছে ইডি, রইল রকুলপ্রীত সম্পর্কে চমকদার কিছু তথ্য
রকুলপ্রীত সিংহ
1/10
বলিউড এবং দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। সদ্য়ই তাঁকে সমন পাঠিয়েছে ইডি। একঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্যে।
2/10
'কন্নড়' ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় রকুলপ্রীত সিংহের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, রোজকার হাত খরচের জন্য তিনি প্রথম ছবিতে সই করেন।
3/10
সৌন্দর্য প্রতিযোগিতাতেও একাধিক খেতাব জেতেন রকুলপ্রীত সিংহ। প্রথম ছবির পর দু বছরের বিরতি নিয়ে ফের অভিনয় শুরু করেন।
4/10
একাধিক সাক্ষাৎকারে রকুলপ্রীত জানিয়েছেন যে, তিনি যখন ছোট ছিলেন, তাঁর বাবা তাঁকে টিভি দেখতে দিতেন নায অথচ, আজ তাঁকেই বহু মানুষ টিভির পর্দায় দেখেন রোজ।
5/10
রকুলপ্রীত সিংহের নামকরণ হয়েছে তাঁর বাবা এবং মায়ের নাম থেকেই। অভিনেত্রীর বাবার নাম রাজেন্দ্র সিংহ। এবং মায়ের নাম কুলবিন্দর সিংহ। দুজনেই চেয়েছিলেন, তাঁদের নাম থেকেই মেয়ের নামকরণ হোক।
6/10
খেলাধুলোতেও তুখোড় রকুলপ্রীত সিংহয জাতীয় স্তরের গল্ফ খেলোয়াড় তিনি। শুধু তাই নয়, লন টেনিসেও তিনি পারদর্শী। ঘোড়ায় চড়াতেও দক্ষ রকুলপ্রীত। তারইসঙ্গে শিখেছিলেন ক্যারাটেও।
7/10
ফিটনেস সচেতন রকুলপ্রীত নাচের মাধ্যমে নিজেকে ফিট রাখেন। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী। শ্যুটিংয়ের মাঝে সময় পেলেই তিনি নাচে মগ্ন থাকেন।
8/10
অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন রকুলপ্রীত সিংহ। স্নাতক স্তরে বেশ ভালোই নম্বর পেয়েছিলেন। তাই তাঁকে বিউটি উইথ বলা হয়।
9/10
মাদক কাণ্ডে নাম জড়িয়েছে রকুলপ্রীত সিংহের। ২০১৭ সালের একটি মামলা আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে ইডি।
10/10
তবে, এই প্রথমবার তাঁর নাম মাদককাণ্ডে জড়ালো না। এর আগে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
Published at : 16 Dec 2022 09:17 PM (IST)