Rakul Preet Singh: নাম জড়িয়েছে মাদককাণ্ডে, সমন পাঠিয়েছে ইডি, রইল রকুলপ্রীত সম্পর্কে চমকদার কিছু তথ্য
বলিউড এবং দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। সদ্য়ই তাঁকে সমন পাঠিয়েছে ইডি। একঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কন্নড়' ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় রকুলপ্রীত সিংহের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, রোজকার হাত খরচের জন্য তিনি প্রথম ছবিতে সই করেন।
সৌন্দর্য প্রতিযোগিতাতেও একাধিক খেতাব জেতেন রকুলপ্রীত সিংহ। প্রথম ছবির পর দু বছরের বিরতি নিয়ে ফের অভিনয় শুরু করেন।
একাধিক সাক্ষাৎকারে রকুলপ্রীত জানিয়েছেন যে, তিনি যখন ছোট ছিলেন, তাঁর বাবা তাঁকে টিভি দেখতে দিতেন নায অথচ, আজ তাঁকেই বহু মানুষ টিভির পর্দায় দেখেন রোজ।
রকুলপ্রীত সিংহের নামকরণ হয়েছে তাঁর বাবা এবং মায়ের নাম থেকেই। অভিনেত্রীর বাবার নাম রাজেন্দ্র সিংহ। এবং মায়ের নাম কুলবিন্দর সিংহ। দুজনেই চেয়েছিলেন, তাঁদের নাম থেকেই মেয়ের নামকরণ হোক।
খেলাধুলোতেও তুখোড় রকুলপ্রীত সিংহয জাতীয় স্তরের গল্ফ খেলোয়াড় তিনি। শুধু তাই নয়, লন টেনিসেও তিনি পারদর্শী। ঘোড়ায় চড়াতেও দক্ষ রকুলপ্রীত। তারইসঙ্গে শিখেছিলেন ক্যারাটেও।
ফিটনেস সচেতন রকুলপ্রীত নাচের মাধ্যমে নিজেকে ফিট রাখেন। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী। শ্যুটিংয়ের মাঝে সময় পেলেই তিনি নাচে মগ্ন থাকেন।
অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন রকুলপ্রীত সিংহ। স্নাতক স্তরে বেশ ভালোই নম্বর পেয়েছিলেন। তাই তাঁকে বিউটি উইথ বলা হয়।
মাদক কাণ্ডে নাম জড়িয়েছে রকুলপ্রীত সিংহের। ২০১৭ সালের একটি মামলা আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে ইডি।
তবে, এই প্রথমবার তাঁর নাম মাদককাণ্ডে জড়ালো না। এর আগে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -