Ira Khan Wedding: মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু! আলোয় সাজল আমির খানের বাড়ি

Aamir Khan House: মেয়ের বিয়ে বলে কথা। দিন দুই আগে থেকে বাড়ি সাজবে না তা হয়? তার ওপর বাবা বলিউডের তারকা অভিনেতা আমির খান। ভাইরাল প্রস্তুতির ভিডিও ও ছবি।

ইরা খানের বিয়ের প্রস্তুতি শুরু

1/10
বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখরের বিয়ের দিন এগিয়ে আসছে। শুরু হয়ে গিয়েছে তোড়জোড়।
2/10
২০২৩ সালের নভেম্বর মাসে প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন ইরা খান। এবার ধুমধাম করে বিয়ের পর্ব তারকা কন্যার।
3/10
বিয়ের দিন আসার আগেই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের বাড়ি সেজে উঠল আলোয়। ঝলমলে সেই বাড়ির ভিডিও ছবি ভাইরাল।
4/10
মেয়ের বিয়ে নিয়ে অবশ্যই আবেগঘন বাবা আমির। অপেক্ষার প্রহর গুনছেন কনের সাজে মেয়েকে দেখার।
5/10
৩ জানুয়ারি রীতি মেনে চার হাত এক হবে ইরা খান ও নূপুর শিখরের। তার আগে আলোয় বাড়ি সাজালেন 'গজনি' অভিনেতা।
6/10
একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে আমিরের মুম্বইয়ের বাড়ির দুটি তলাই সুন্দর আলোয় সাজানো হয়েছে।
7/10
ব্যক্তিগত পরিসরে আংটি বদল সারার পরে ইরা-নূপুর মুম্বইয়ে একটি পার্টির আয়োজন করেন।
8/10
সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক নামী তারকা। অনুষ্ঠানের ছবি হয় ভাইরাল।
9/10
ইতিমধ্যেই বিয়ের আগের রীতি পালন শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই 'কেলভান' ও 'উখানা'র অনুষ্ঠান হয়ে গেছে।
10/10
নানা নিয়মের ঝলক দেখান ইরাই। উপস্থিত ছিলেন রীনা দত্ত, কিরণ রাও, অভিনেত্রী মিথিলা পালকর।
Sponsored Links by Taboola