Lokkhi Chele: গানের সুরে 'লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে'-র গল্প, দর্শকদের মন ছোঁবে আশা কৌশিকের
Film Lokkhi Chele: সদ্য মুক্তি পেয়েছে লক্ষ্মীছাড়া ব্যান্ডের হাত ধরে প্রচারের প্রথম গান লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে। মিউজিক ভিডিওতে ব্যান্ডের সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে।
টিম লক্ষ্মীছেলে
1/10
'লক্ষ্মী ছেলে'-র প্রচারে লক্ষ্মীছাড়ারা! কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র নতুন ছবির প্রচারে তৈরি হল নতুন গান, সৌজন্যে টিম লক্ষ্মীছাড়া।
2/10
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজনায় উইন্ডোজ (Windows)-এর তরফে মুক্তি পাচ্ছে নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'।
3/10
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজনায় উইন্ডোজ (Windows)-এর তরফে মুক্তি পাচ্ছে নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'।
4/10
ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) ও প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya)।
5/10
সদ্য মুক্তি পেয়েছে লক্ষ্মীছাড়া (Lakkhichhara) ব্যান্ডের হাত ধরে প্রচারের প্রথম গান লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে। মিউজিক ভিডিওতে ব্যান্ডের সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে (Somlata Acharyya Chowdhury)।
6/10
আগামী ২৬ অগাস্ট মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'লক্ষ্মী ছেলে'
7/10
সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে ছবির তিন নায়ক নায়িকাকে। সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পীদেরও।
8/10
প্রচলিত বিভিন্ন অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দেবে এই ছবি।
9/10
ছবি সম্পর্কে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, '৩ বছর ধরে আমি এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি। আশা করি ছবিটা মানুষের ভালো লাগবে।'
10/10
কৌশিক আরও বলছেন, 'আর এই ছবিটার জন্য লক্ষ্মীছাড়া-র গানটা দারুণ। আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে এই গানটা।'
Published at : 25 Jul 2022 07:58 PM (IST)