Lokkhi Chele: গানের সুরে 'লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে'-র গল্প, দর্শকদের মন ছোঁবে আশা কৌশিকের
'লক্ষ্মী ছেলে'-র প্রচারে লক্ষ্মীছাড়ারা! কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র নতুন ছবির প্রচারে তৈরি হল নতুন গান, সৌজন্যে টিম লক্ষ্মীছাড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজনায় উইন্ডোজ (Windows)-এর তরফে মুক্তি পাচ্ছে নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজনায় উইন্ডোজ (Windows)-এর তরফে মুক্তি পাচ্ছে নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'।
ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) ও প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya)।
সদ্য মুক্তি পেয়েছে লক্ষ্মীছাড়া (Lakkhichhara) ব্যান্ডের হাত ধরে প্রচারের প্রথম গান লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে। মিউজিক ভিডিওতে ব্যান্ডের সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে (Somlata Acharyya Chowdhury)।
আগামী ২৬ অগাস্ট মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'লক্ষ্মী ছেলে'
সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে ছবির তিন নায়ক নায়িকাকে। সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পীদেরও।
প্রচলিত বিভিন্ন অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দেবে এই ছবি।
ছবি সম্পর্কে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, '৩ বছর ধরে আমি এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি। আশা করি ছবিটা মানুষের ভালো লাগবে।'
কৌশিক আরও বলছেন, 'আর এই ছবিটার জন্য লক্ষ্মীছাড়া-র গানটা দারুণ। আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে এই গানটা।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -