Swapnapuran: গৃহহীন শিশু-বৃদ্ধদের পাশে ‘স্বপ্নপুরাণ’,হাজির মদন মিত্র,দেবশিস কুমার,অলকানন্দা রায়
গৃহহীন শিশু-বৃদ্ধদের পাশে‘স্বপ্নপুরাণ’
1/8
এনজিও ‘স্বপ্নপুরাণ’-এর উদ্য়োগে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
2/8
মুন সাহা ও সোমা সরকারের ‘স্বপ্নপুরাণ’- অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনীতি ও সিনেমা জগতের ব্য়ক্তিত্বরা।
3/8
উপস্থিত ছিলেন মদন মিত্র, দেবশিস কুমারের মত রাজনীতিবিদরা।
4/8
পাশাপাশি দেখা মিলল এনা সাহা, রিমঝিম গুপ্ত, চৈতালী চট্টোপাধ্যায়ের মত রুপোলি পর্দার তারকাদের।
5/8
ছিলেন অলকানন্দা রায়ের মত ব্য়ক্তিত্বও।
6/8
‘স্বপ্নপুরাণ’-এই অনুষ্ঠানে এদিন দেখা মিলল অভিনেত্রী সোহান সেনেরও।
7/8
এদিন গৃহহীন শিশু এবং বৃদ্ধদের খাবার ও পোশাক বিতরণ করা হয়।
8/8
এই ধরনের অনুষ্ঠানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত বলে জানান তারকা থেকে রাজনীতিবিদরা।
Published at : 23 Nov 2021 01:53 PM (IST)