Madhuri Dixit Birthday: 'তেজাব', 'বেটা', 'দিল' কিংবা 'পুকার', একনজরে মাধুরী দীক্ষিতের সেরা ছবির তালিকা
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। মিষ্টি হাসি, অসাধারণ অভিনয়, সৌন্দর্য, নৃত্য দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করে রেখেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড কেরিয়ারে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত। পর্দায় তাঁর উপস্থিতি যে আকর্ষণ তৈরি করে, বহু দর্শক তাকে মাধুরী ম্যাজিক নামে ডাকেন। হিন্দি ছবির জগতের বড় নাম মাধুরী দীক্ষিত।
বহু ছবিতেই উল্লেখযোগ্য দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। 'অবোধ' ছবি দিয়ে বলিউড পা রাখেন তিনি।
'তেজাব', 'দিল', 'বেটা', 'হম আপকে হ্যায় কৌন', 'দিল তো পাগল হ্যায়' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। শুধু অভিনয় করাই নয়, বহু ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন।
তাঁর ছবির তালিকায় রয়েছে নানা ধরনের ছবি। 'রাম লক্ষণ', 'ত্রিদেব', 'খলনায়ক', 'রাজা' থেকে 'সাজন'। অভিনয় দক্ষতা দিয়ে পদ্মশ্রীও পান মাধুরী।
মাধুরী দীক্ষিতের অভিনীত ছবির জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে জনপ্রিয় তাঁর নাচও। তাঁর নাচ দর্শকমহলে চর্চিত এবং প্রশংসিত। অভিনয় করেছেন 'পুকার', 'দেবদাস', 'লজ্জা'র মতো ছবিতে।
সমস্ত ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে পারেন মাধুরী দীক্ষিত। তাঁর অভিব্যক্তি, চরিত্রকে মুখে ফুটিয়ে তোলার দক্ষতা নজর কাড়ে।
সিরিয়াস ছবিতে যেমন তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। তেমনই অভিনয় করেছেন কমেডি ছবিতেও। 'টোটাল ধামাল' ছবিতে মাধুরী দীক্ষিতের অভিনয় প্রশংসিত হয়।
ছোট পর্দাতেও নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিতকে। একাধিক শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে।
ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। সদ্য কয়েকদিন আগেই মুক্তি পায় তাঁর ওয়েব সিরিজ 'দ্য ফেম গেম'। মাধুরী দীক্ষিতকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -