Madhuri Dixit Birthday: 'মাধুরীর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক..', সরকারকে চিঠি এক অনুরাগীর
Madhuri Dixit Unknown Facts: রুপোলি পর্দায় তিনি রাজত্ব করেছেন বছরের পর বছর। আজ, জেনে নেওয়া যাক মাধুরী দিক্ষীতকে নিয়ে কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করবেই।
চেনা নায়িকা, অচেনা মাধুরী
1/10
তাঁর কাছে বয়স সত্যিই সংখ্যামাত্র। বছরের পর বছর পেরিয়ে গেলেও, তিনি যেন একইরকম ঝলমলে, উজ্জ্বল। মাধুরী দিক্ষীত (Madhuri Dixit)। আজ তাঁর জন্মদিন।
2/10
রুপোলি পর্দায় তিনি রাজত্ব করেছেন বছরের পর বছর। এখনও তিনি পর্দায় আসলে কেড়ে নিতে পারেন সব স্পটলাইট। আজ, জেনে নেওয়া যাক মাধুরী দিক্ষীতকে নিয়ে কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করবেই।
3/10
অভিনেত্রী নন, মাধুরী দিক্ষীত হতে চেয়েছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট। শুধু তাই নয়, মাইক্রোবায়োলজি নিয়ে ডিগ্রিও রয়েছে মাধুরীর।
4/10
১০৮৪ সালে 'অবোধ' ছবিটি থেকে ঘুরে যায় মাধুরীর কেরিয়ারের মোড়। বলিউডে পা রাখেন মাধুরী, শুরু হয় তাঁর অভিনয় জীবন। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
5/10
মাধুরী হল একমাত্র অভিনেত্রী যিনি মোট ১৪ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। ৪ বার তিনি পুরস্কারও জিতেছেন।
6/10
কেবল অভিনেতা নন, মাধুরী একজন দক্ষ নৃত্যশিল্পী। পন্ডিত বির্জু মহারাজের কাছে নাচ শিখেছেন তিনি। একসময় বলা হত, বলিউডে তাঁর চেয়ে সেরা নৃত্যশিল্পী আর কেউ নেই।
7/10
দেবদাস ছবিতে মাধুরী ৩০ কেজির একটি কস্টিউম পরে সাবলীলভাবে নাচ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর নাচ দেখে দর্শক বুঝতেই পারেননি, এত ভারি পোশাক পরে রয়েছেন তিনি।
8/10
একবার মাধুরীর এক অনুরাগী সরকারের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলেন, মাধুরীর জন্মদিনকে যেন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়। তা অবশ্য বাস্তবায়িত হননি।
9/10
মাধুরীর এক অনুরাগী একবার তাঁকে একটি ক্যালেন্ডারও তৈরি করে দিয়েছিলেন যেখানে বছর শুরু হচ্ছে মাধুরী দিক্ষীতের জন্মদিনের দিন থেকে।
10/10
মাধুরী দিক্ষীতকে এবিপি লাইভ বাংলার তরফ থেকে অনেক শুভেচ্ছা। অভিনেত্রী এমনই ঝলমলে থাকুন চিরকাল।
Published at : 15 May 2024 03:49 PM (IST)