Madhuri Dixit: ভয় পান খরগোশে, পেয়েছিলেন সলমন খানের থেকেও বেশি পারিশ্রমিক! অজানা মাধুরী দীক্ষিত

বয়স তাঁকে ছুঁতে পারে না। তিনি মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ নেই, তবে অভিনেত্রী সম্পর্কে এই সমস্ত তথ্যগুলি আপনি জানেন কী?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অভিনয়ের পাশাপাশি নাচেও ভীষণ দক্ষ অভিনেত্রী। ছোটবেলা থেকেই নাচ শেখেন তিনি। মাত্র ৩ বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করেন মাধুরী দিক্ষীত।

গুরু পূর্ণিমার অনুষ্ঠানে নাচ করার জন্য প্রথমবার খবরের কাগজে ছবি বেরোয় মাধুরীর। তখন তাঁর বয়স সাত কি আট বছর।
১৯৮৪ সালে প্রথমবার অভিনয়ে পা রাখেন মাধুরী দিক্ষীত।
'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে মাধুরী সলমন খানের (Salman Khan) থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।
M.F. Hussain মাধুরীর 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সেই ছবিটি ৬৭ বার দেখেছিলেন। পরবর্তীতে তিনি মাধুরীকে নিজের ছবিতে কাস্টও করেন।
মাধুরী দিক্ষীত ভয় পান খরগোশে। Sahiba ছবির সময় একবার তাঁকে খরগোশ কামড়ে দিয়েছিল। সেই থেকে মাধুরীর খরগোশে ভয়।
মাধুরী আমিষ খাবার খেতে ভালবাসেন। কড়া ডায়েট করেন বটে, তবে দিনে একবার ভাত বা রুটি তাঁর চাইই চাই।
মাধুরী ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ও ১৩ বার নমিনেটেড হয়েছেন। বলিউডে এটাই সবচেয়ে বেশি বারের নমিনেশন।
মাধুরী দিক্ষীত পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -