Mahalaya 2022: এবারের মহালয়ার বিশেষ নিবেদন, 'সিংহবাহিনী ত্রিনয়নী'
মহালয়ার পুণ্যলগ্নে 'জি বাংলা'র এবারের বিশেষ নিবেদন 'সিংহবাহিনী ত্রিনয়নী'। ২৫ সেপ্টেম্বর ভোর ৫টায় হবে অনুষ্ঠানটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারে দেবী পার্বতীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। সন্তান গণেশকে গল্পের ছলে নিজের সিংবাহিনী রূপের বর্ণনা শোনাবেন দেবী পার্বতী।
মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। দেবীর সৃষ্টি থেকে মহিষাসুর বধ করে পৃথিবীকে অশুভ শক্তিমুক্ত করার কাহিনি দেখা যাবে দেবীর এই সিংহবাহিনী রূপের মধ্যে দিয়ে।
দেবী চণ্ডিকারূপে বধ করেন অসুরদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে। দেবী চণ্ডিকা সিংহবাহিনী, অষ্টভুজা। এই দেবীর আরাধনায় সূক্ষ্মাতিসূক্ষ্ম শক্তির উৎস আমরা সন্ধান করে ফেলি। দেবী চণ্ডিকার ভূমিকায় দেখা যাবে 'পিলু' ধারাবাহিকের রঞ্ঝাকে।
দেবী জগদ্ধাত্রী রূপে দেবতাদের অহংকার হরণ করে তাকে হস্তীর রূপ দেন। সেই হস্তী দেবীর সিংহের পদতলে বিরাজ করে। দেবী জগদ্ধাত্রী সিংহপৃষ্ঠে চতুর্ভূজা, ত্রিনয়না। এই দেবীর আরাধনায় আমরা সকল দম্ভ থেকে মুক্ত হয়ে মূল কর্মকাণ্ডে ফিরে আসি। দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় দেখা যাবে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' থেকে হংসিনীকে।
দেবী কুষ্মাণ্ডারূপে সৃজন করেন ব্রহ্মাণ্ড। তাঁর ত্রিনয়ন থেকে সৃষ্টি হয় মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতীর। দেবী সিংহবাহিনী, অষ্টভুজা। তাঁর একটি হাত সর্বদাই অভয় মুদ্রায় থাকে। এই দেবীর ভূমিকায় দেখা যাবে 'পিলু' ধারাবাহিক থেকে পিলুকে।
দেবী মহালক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে 'খেলনা বাড়ি' থেকে মিতুলকে।
দেবী মহাসরস্বতীর ভূমিকায় দেখা যাবে 'এই পথ যদি না শেষ হয়' থেকে ঊর্মিকে।
দেবী মহাকালীর ভূমিকায় দেখা যাবে 'উড়ন তুবড়ি'র তুবড়িকে।
সিংহবাহিনী দেবী জয়দুর্গা কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা। শক্তির মূল উৎসে এই দেবীর অধিষ্ঠান। দেবীর সঙ্গে থাকেন তাঁর সখীদ্বয় জয়া ও বিজয়া। দেবী জয়দুর্গার দুই রূপে দেখা যাবে 'মিঠাই' ধারাবাহিক থেকে মিঠাইকে।
দেবী স্কন্ধমাতা তারকাসুর বধকারী কার্তিকেয় জননী। সিংহবাহিনী এই দেবী চিত্তশুদ্ধি করেন। দেবীর একহাতে অভয় মুদ্রা,অন্যহাতে ধরে থাকেন পুত্র স্কন্ধকে। এই দেবীর ভূমিকায় দেখা যাবে 'লালকুঠি' থেকে অনামিকাকে।
দেবী কামাখ্যা কামদেবের তপস্যায় তুষ্ট হয়ে তাঁর শরীরকে কলুষমুক্ত করেন। দেবী কামাখ্যার আরাধনায় মনস্কামনা পূর্ণ হয়। এই দেবী সিংহবাহিনী, দ্বাদশভূজা ও ষড়মস্তকযুক্তা। তাঁর প্রতিটি আননেই থাকে ত্রিনয়ন। দেবী কামাখ্যার ভূমিকায় দেখা যাবে 'উমা' ধারাবাহিক থেকে উমাকে।
সিংহবাহিনী দেবী গন্ধেশ্বরী চতুর্ভূজা। গন্ধাসুরকে বধ করে তিনি গন্ধবণিক সম্প্রদায়কে রক্ষা করেন। দেবী গন্ধেশ্বরী প্রধানত পূজিত হন গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে। এই দেবী সবরকম বিপদ থেকে রক্ষা করেন। দেবী গন্ধেশ্বরী ভূমিকায় দেখা যাবে 'গৌরী এলো' ধারাবাহিক থেকে গৌরীকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -