Burdwan School : পড়াশোনার পাশাপাশি হাতের কাজ, ছাত্রছাত্রীদের মৌলিক ভাবনার অভিনব বহিঃপ্রকাশ বর্ধমানের স্কুলে
পুঁথিগত শিক্ষার সঙ্গে কর্মমুখী শিক্ষার মেলবন্ধন। বেসরকারি স্কুলের রমরমার যুগে অভিনব উদ্যোগ সরকারি প্রাথমিক স্কুলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ধমানের কাঞ্চননগরের বেলপুকুর জিএসএফপি বিদ্যালয় এই উদ্যোগ নিয়েছে।
প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর সঙ্গে হাতের কাজে রীতিমত তাক লাগিয়ে দিচ্ছে।
স্কুলের বাংলা বিভাগের শিক্ষিকা নিবেদিতা মণ্ডল জানিয়েছেন, তাঁরা লক্ষ্য করছিলেন, ছেলেমেয়েরা পুঁথিগত পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে কিংবা একঘেঁয়েমির শিকার হয়ে পড়ছে।
এই অবস্থা থেকে তাদের বের করে আনতেই স্কুলের সমস্ত শিক্ষক–শিক্ষিকা নিজেদের মধ্যে আলোচনা করে এই উদ্যোগ নেন।
কিন্তু কী সেই শিক্ষা ? নিবেদিতা মণ্ডল জানান, সকাল থেকে পড়াশোনার পর, টিফিনের পর আবার কখনও কখনও ছেলেমেয়েদের আগ্রহে স্কুলের ছুটির পর তাদের নিয়ে শুরু হয় এই কর্মমুখী হাতে কলমে শিক্ষা। একসময় যা পরিচিত ছিল কর্মশিক্ষা হিসাবে।
প্রথমে ছেলেমেয়েদের নিজেদের চিন্তাভাবনার ওপর ছেড়ে দেওয়া হয়। তারা কী করতে চায় – সেটা দেখা হয়। তাদের সেই মৌলিক ভাবনার সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধন করে দেওয়া হয়। এরই সঙ্গে তাঁদের নতুন নতুন আঁকা, শিল্পকর্ম, নকশা বোর্ডে এঁকে দেখানো হয়।
ছাত্রছাত্রীদের হাতের তৈরি এই সমস্ত কাজকে সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছেন। স্কুলেই তৈরি করেছেন মিউজিয়াম। সেখানে ছাত্রছাত্রীদের হাতের এই কাজকে রাখা হয়েছে। জানান স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস।
তিনি আরও জানান, যেভাবে এই স্কুলের ছাত্রছাত্রীরা এই কর্মমুখী শিক্ষায় আগ্রহী হয়ে উঠেছে - তা দেখেই তাঁরা উদ্যোগ নিয়েছেন ছাত্রছাত্রীদের হাতের কাজগুলিকে বিপণন করার। তাঁরা চেষ্টা করছেন বিভিন্ন মেলায় ছাত্রছাত্রীদের হাতের কাজ তুলে ধরতে, বিক্রি করতে। একইসঙ্গে প্রদর্শনীর কথাও ভাবছেন।
স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী জয়িতা মণ্ডল, পিংকী পাণ্ডে জানিয়েছে, এই হাতের কাজ করতে তাদের ভীষণ ভাল লাগে। ভাল লাগে যখন তাদের কাজগুলি মিউজিয়ামে সাজানো থাকে, অনেকে দেখে প্রশংসা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -