Mahesh Bhatt on Alia: 'প্রথম ছবিতে আলিয়া তো ম্যানিকুইন ছিল', মেয়েকে নিয়ে সোজাসাপ্টা বাবা মহেশ ভট্ট
বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকা তিনি, তাঁর অভিনয় দক্ষতা নিয়ে যেন কারও মনে কোনও প্রশ্নচিহ্নই নেই। কিন্তু প্রথম থেকেই কি এতটাই তুখোড়, এতটাই নিপুণ ছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)? সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে মুখ খুলেছেন আলিয়ার বাবা মহেশ ভট্ট (Mahesh Bhatt)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেয়ের অভিনয়ের পরিবর্তন, ধারালো অভিনয় নিজের চোখেই দেখেছেন মহেশ ভট্ট। তিনি নিজেও দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন রুপোলি পর্দা নিয়ে। মেয়েকে নিয়ে মুখ খুলে কী বলেছেন তিনি?
মহেশ ভট্ট কথা বলেছেন আলিয়ার প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' নিয়ে। এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রেখেছিলেন আলিয়া ভট্ট। বিপরীতে ছিলেন সিদ্ধার্থ মলহোত্র ও বরুণ ধবন।
মহেশ ভট্টর মতে, আলিয়াকে সেই ছবি ম্যানিকুইনের মতোই ব্যবহার করা হয়েছিল। কেবল সৌন্দর্য্যই সার, অভিনয় করার জায়গা পাননি আলিয়া ভট্ট।
মহেশ ভট্টের মতে, 'হাইওয়ে' বা 'উড়তা পাঞ্জাব' ছবিতে সুযোগ পাওয়া আলিয়ার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ছবিগুলোতে আলিয়া নিজেকে প্রমাণের জায়গা পেয়েছিলেন এবং তিনি সেটা করেওছেন বলে মনে করেন মহেশ।
মহেশ ভট্টের মতে, প্রথম ছবি থেকে আলিয়ার অভিনয় অনেক পরিণত হয়েছে তাঁর পরের ছবিগুলিতে। এর পিছনে যেমন আলিয়ার নিজের খাটুনি রয়েছে, তেমনই রয়েছে চিত্রনাট্যে আলিয়ার অভিনয়ের জায়গাও।
কেবল বাবা নন, আলিয়ার অভিনয় যে ধীরে ধীরে হয়ে উঠেছে ক্ষুরধার, সেটা সাদা চোখে দেখে বুঝতে পেরেছেন দর্শকও। বারে বারে আলিয়া মুগ্ধ করেছে দর্শকদের।
আলিয়া তাঁর ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে তাঁর অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন। জিতে নিয়েছেন অনেক পুরস্কারও। এখন মেয়েকে নিয়ে গর্বিত মহেশ ভট্ট।
আগামীতে আলিয়া ভট্টকে দেখা যাবে 'যশ রাজ ফিল্মস'-এর স্পাইভার্সে। সদ্যই প্রকাশ্যে এসেছে 'আলফা'-র টিজ়ার।
অন্যদিকে আলিয়া ভট্ট সম্প্রতি হলিউডে ডেবিউ করেছেন 'হার্ট অফ স্টোন' ছবির মাধ্যমে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -