Mahisasurmardini: অপর্ণা সেন থেকে শুরু করে চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, 'মহিষাসুরমর্দ্দিনী'-র প্রিমিয়ারে চাঁদের হাট
Mahisasurmardini: যুগ যুগ ধরে যে অন্যায় নারীদের সঙ্গে হয়ে আসছে, এবং যা আজও অব্যাহত, সেই গল্পই বলেছে মহিষাসুরমর্দ্দিনী।
অপর্ণা সেন থেকে শুরু করে চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, 'মহিষাসুরমর্দ্দিনী'-র প্রিমিয়ারে চাঁদের হাট
1/10
গোলাপি শাড়িতে ঝলমলে ঋতুপর্ণা সেনগুপ্ত, 'মহিষাসুরমর্দ্দিনী'-র প্রিমিয়ারে চাঁদের হাট।
2/10
সদ্য মুক্তি পেয়েছে রঞ্জন ঘোষের নতুন ছবি 'মহিষাসুরমর্দ্দিনী'। এই ছবিতে রয়েছেন, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee)-ও।
3/10
এই ছবিটি ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কারও।
4/10
ছবিতে একজন মহাকাশচারীর ভূমিকায় ঋতুপর্ণা, এই ধরণের চরিত্রে তাঁকে প্রথমবার দেখা যাবে।
5/10
ছবিতে একজন ছাত্রনেতার ভূমিকায় দেখা গিয়েছে শাশ্বতকে। এর আগে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল রঞ্জন ঘোষের এই ছবি
6/10
প্রিমিয়ারে হাজির ছিলেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়। এর আগে রান, ইসরাইল, জাপান, চীন, ফিলিপাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ভারতের মোট ১৩টি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছিল এই ছবিটি
7/10
প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অপর্ণা সেন। ছবি দেখে উচ্ছসিত অভিনেত্রী-পরিচালক।
8/10
যুগ যুগ ধরে যে অন্যায় নারীদের সঙ্গে হয়ে আসছে, এবং যা আজও অব্যাহত, সেই গল্পই বলেছে 'মহিষাসুরমর্দ্দিনী'। 'মহিষাসুরমর্দ্দিনী' হল নারীদের কাছে সেই ভুলগুলির জন্য ক্ষমাপ্রার্থী একটি চিঠি।
9/10
গোটা ছবিটি মাত্র একটি লোকেশনের সেটে শ্যুট করা হয়েছে এবং এটি একটি রাতের গল্প। এই ছবির সৌজন্যেই প্রথমবার পর্দা ভাগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়।
10/10
শ্রীতমা দে, অরিয়ুন ঘোষ, অরুণিমা হালদার, অভ্যুদয় দে, কৌশিক কর, সাহেব ভট্টাচার্য এবং পৌলোমী দাস। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ দে, সম্পাদনা অমিত পালের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ কুন্ডু। এই ছবিটি তৈরি হয়েছে পবন কানোদিয়ার প্রযোজনায় এবং AVA ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে।
Published at : 28 Nov 2022 01:06 AM (IST)