Suresh Raina Birthday: ৩৬-এ পা দিলেন সুরেশ রায়না, ফিরে দেখা 'মিস্টার আইপিএল'-র রেকর্ডগুলি
ভারতের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে প্রায় আট হাজারের কাছাকাছি রান করেছেন তিনি। জিতেছেন বিশ্বকাপও। তবে আইপিএলে অনবদ্য ধারাবাহিকতার জন্য 'মিস্টার আইপিএল' নামে পরিচিত তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই বছর আগে স্বাধীনতা দিবসের দিন বন্ধু মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না।
রায়নার করা ৫৩৬৯ রানই সিএসকের হয়ে কোনও ব্যাটারের আইপিএল ইতিহাসে সর্বাধিক রান।
ব্যাটার তো বটেই, ফিল্ডার হিসাবে রায়নার কৃতিত্বও কিন্তু কম কিছু নয়। আইপিএল ইতিহাসে উইকেটকিপার বাদে রায়নার ধরা ১০৯ ক্যাচই সর্বোচ্চ।
২০১৪ সালে পঞ্জাবের বিরুদ্ধে কোয়ালিফায়ারে পাওয়ার প্লের ছয় ওভারে রায়নার ৮৭ রান করেছিলেন। আইপিএলের পাওয়ার প্লেতে এটাই কোনও ব্যাটারের করা সর্বকালের সর্বোচ্চ রান।
আইপিএলে সিএসকের হয়ে টানা ১৫৮টি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। কোনও নির্দিষ্ট এক আইপিএল ফ্রাঞ্চাইজির হয়ে টানা এতগুলি ম্যাচ আর কোনও ক্রিকেটার খেলেননি।
আইপিএল ইতিহাসে তিন নম্বরে নেমে রায়নার থেকে বেশি রান আর কোনও ব্যাটার করেননি।
ভারতের হয়ে সুরেশ রায়নাই তিন ফর্ম্যাটে সর্বপ্রথম শতরান করার কৃতিত্ব গড়েন। তিনিই ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বপ্রথম শতরানও করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -