Malaika-Arjun: মালাইকা-অর্জুন আর আইফেল টাওয়াল, সোশ্যাল মিডিয়ায় তারকা জুটির ছুটিযাপনের অ্যালবাম
অর্জুন কপূরের (Arjun Kapoor) জন্মদিনের উদযাপন সেরে মুম্বই ফিরলেন মালাইকা অরোরা (Malaika Arora)। বুধবার রাতে মুম্বইয়ের বিমানবন্দরে আসেন তাঁরা। সেই সময়েই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন বিটাউনের এই যুগল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালাইকা আর অর্জুনের প্রেম এখনও বিটাউনের চর্চার বিষয়। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন মালাইকা।
সেখানে দেখা গিয়েছিল, অর্জুনের মুখে কখনও খাবার তুলে দিচ্ছেন মালাইকা। আর সেই খাবার খেয়ে মুগ্ধ অর্জুন। কখনও আবার রেস্তোরাঁর মোমবাতির আলোয় প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে মালাইকা লিখেছিলেন, 'আমার ভালোবাসা, প্রার্থনা করে নাও। তোমার সমস্ত ইচ্ছা আর স্বপ্নপূরণ হোক। শুভ জন্মদিন।'
প্যারিসের উপকন্ঠে রোম্যান্টিক ছুটি কাটিয়ে ফের মায়ানগরীতে ফিরেছেন যুগল। সামনেই মুক্তি পাচ্ছে অর্জুন কপূরের নতুন ছবি।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই পোস্টার শেয়ার করে নিয়েছেন অর্জুন। এই ছবিতে অর্জুনের বিপরীতে দেখা যাবে তারা সুতরিয়াকে (Tara Sutaria)।
এই ছবি নিয়ে মানুষের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ছবির চরিত্রায়ন থেকে শুরু করে গল্প, সবকিছুরই চমকের অপেক্ষায় ছিলেন দর্শকেরা। অবশেষে মুক্তি পেল 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns) ছবির ফার্স্ট লুক। পোস্টারে রইলেন জন আব্রাহাম (John Abraham), দিশা পাটনি (Disha Patani), অর্জুন কপূর (Arjun Kapoor) ও তারা সুতরিয়া (Tara Sutaria)।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, মালাইকা অরোরার আগে অর্জুন কপূর সম্পর্কে ছিলেন সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খানের (Arpita Khan) সঙ্গে। তাঁদের একসঙ্গে বহু ছবি বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
প্রধানত টিন এজ বয়সে একে অপরের সঙ্গে প্রায় ২ বছর সম্পর্কে ছিলেন অর্জুন ও অর্পিতা। জানা যায়, এই সম্পর্কের কথা জানতেন খোদ সলমন খানও। কিন্তু কোনও কারণবশত তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
কিন্তু তার জন্য কেউ কাউকে দোষারোপ করেননি কখনও। বর্তমানে দুজনেই নিজের নিজের জীবনে ব্যস্ত এবং খুশি। সলমন খানের সঙ্গে অর্জুনের সম্পর্কও চোখে পড়ার মতো। জানা যায়, অর্জুনের মা যখন মৃত্যুশয্যায়, তখন সলমনের কাছে তিনি ছেলের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -