Happy Birthday Mike Tyson: বিতর্ক সবসময় সঙ্গী, খেটেছেন জেল, জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তী মাইক টাইসনকে
আজ কিংবদন্তী বক্সার মাইক টাইসনের জন্মদিন। ১৯৬৬ সালের ৩০শে জুন ব্রুকলিনে জন্মগ্রহণ করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫ ফুট ১১ ইঞ্চির একটু বেশি উচ্চতার এই আমেরিকান বক্সার কেরিয়ারে মোট ৫৮টি লড়াইয়ে অংশ নিয়ে ৫০টি লড়াইয়েই জয় হাসিল করে নিয়েছেন।
ছোটবেলা থেকে নানারকম খারাপ কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন টাইসন। মাত্র ১৩ বছর বয়স হতে না হতেই ৩৮ বার জেল হয় এই কিংবদন্তীর।
জেলে যখন ছিলেন টাইসন, তখনই সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান কিংবদন্তী বক্সার মহম্মদ আলি। তিনি টাইসনকে বক্সিংয়ে মনোনিবেশ করতে বলেন।
একটা সময় মহম্মদ আলিও এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তাঁকে হারানোর সব ক্ষমতাই রয়েছে টাইসনের।
টাইসনের ডিফেন্স ছিল অসাধারণ। কিন্তু, তার থেকেও মারাত্মক ছিল তাঁর আক্রমণ। তিনি যখন নিজের কেরিয়ার শুরু করেছিলেন, তখন কয়েক রাউন্ডের মধ্যেই নিজের প্রতিপক্ষকে হারিয়ে দিতেন।
মাত্র ২০ বছর বয়সে প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেন টাইসন।
মা মারা যাওয়ার পর টাইসনের কোচ ডি অমেটোর সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল তাঁর। তিনি নিজের রোলমডেল এবং বাবার মতো শ্রদ্ধা করতেন। যদিও ১৯৮৫ সালে মারা যান ডি অমেটো।
১৯৯০ সালে মাইকেল জর্ডনকে টেক্কা দিয়ে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অ্যাথলিট হন টাইসন।
পেশাদারী বক্সিং কেরিয়ারে বারবার বিতর্কে জড়িয়েছেন মাইক টাইসন। প্রতিপক্ষ ইভান্ডার হোলিফিল্ডকে বক্সিং রিংয়ে গুঁতো মেরেছিলেন, কান কামড়ে দিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -