অরমান কপূরের বিয়ের রিসেপশনে অর্জুন কপূরের সঙ্গে মালাইকা, স্টাইলিশ শাড়ি সামলাতে নাজেহালও হতে হল
1/10
সব ছবি-মানব মঙ্গলানি
2/10
সব ছবি-মানব মঙ্গলানি
3/10
কিছুদিন আগে দুজনের বিয়ে নিয়ে জোর জল্পনা চলছে। যদিও এ ব্যাপারে তাঁরা কোনও প্রতিক্রিয়া জানাননি।
4/10
অরমান কপূরের বিয়েতে পোশাক সামলাতে কিছুটা সমস্যায় পড়তে হল মালাইকাকে।
5/10
সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ার পর প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়।
6/10
অর্জুন ও মালাইকা বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছেন। গত বছর তাঁরা তাদের সম্পর্কের কথা জানান।
7/10
অর্জনকে দেখা গেল সবুজ রঙের শেরওয়ানিতে।
8/10
অনুষ্ঠানে লাল রঙের শাড়ি পরে এসেছিলেন মালাইকা। তাঁর পোশাক ছিল খুবই স্টাইলিশ।
9/10
মালাইকা অর্জুনের সঙ্গে পৌঁছলেন অরমান জৈনের বিয়ের রিসেপশনে।
10/10
তাঁদের সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে চর্চার মধ্যে থাকেন মালাইরা অরোরা ও অর্জুন কপূর। সম্প্রতি তাঁদেরকে আবার একসঙ্গে দেখা গেল।
Published at :