Malaika Arora: পিঙ্ক শাড়ি, খোঁপা আর বিন্দি- দীপাবলি লুকে নজর কাড়লেন মালাইকা
Malaika Arora diwali look
1/7
আপাতত বড় পর্দা থেকে দূরেই রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। কিন্তু তা বলে অনুরাগীদের কাছে তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা প্রচুর। তাঁর যে কোনও ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
2/7
অনিল কপূরের দীপাবলির পার্টিতে বয়ফ্রেন্ড অর্জুন কপূরকে নিয়ে পৌঁছেছিলেন মালাইকা। মালাইকার সেই সময়ের ছবিও অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে।
3/7
এই পার্টিতে মালাইকার লুক খুবই সাধারণ অথচ আকর্ষণীয় ছিল। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল তাঁর ছবি।
4/7
দীপাবলির পার্টিতে মালাইকাকে গোলাপি রঙের সিল্ক শাড়ি ও ইয়োলো নিওন কালারের ব্লাউজে দেখা গিয়েছিল। সেইসঙ্গে মানানসই অলঙ্কার।
5/7
খোঁপা বেঁধে লুক কমপ্লিট করেছিলেন মালাইকা। সেইসঙ্গে গোলাপি রঙের ফুলের মালাও ছিল। মালাইকার মেকাপ ছিল খুবই হাল্কা।
6/7
আসলে ফ্যাশনের ক্ষেত্রে মালাইকা কারুর থেকে কম কিছু নয়। তাঁর এই দীপাবলি উদযাপনের সাজসজ্জা সবার নজর কেড়ে নিয়েছে। এত সিম্পল লুকে এভাবে নিজেকে নজরকাড়া করে তুলতে সক্ষম মালাইকা।
7/7
পিঙ্ক কালারের শাড়ির সঙ্গে সিলভার ও গোল্ডেন শিমরি ব্যাগ ক্যারি করেছেন মালাইকা।
Published at : 06 Nov 2021 09:19 AM (IST)