Malaika Arora Saree Look: স্বল্প পোশাক নয়, শাড়িতে চোখ ধাঁধানো লুকে মালাইকা
সবরকমের পোশাকেই যে একইরকম স্বচ্ছ্বন্দ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora), তা ফের প্রমাণ করে দিলেন। গতকালই এক অনুষ্ঠানে যোগ দিতে সাদা শাড়ি পরেছিলেন তিনি। আর তাতেই তাঁর দিক থেকে চোখ সরাতে পারলেন না নেটিজেনরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি কোনও একটি অনুষ্ঠানে যোগ দিতে শাড়ি পরেছিলেন মালাইকা অরোরা (Malaika Arora Saree Look)। তাঁকে দেখা যায় সাদা রঙের ডিজাইনার শাড়িতে।
সাদা শাড়ি ও সাদা ব্লাউজ, তার সঙ্গে মানানসই গয়নায় অভিনেত্রী হয়ে উঠেছিলেন মোহময়ী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রীর ছবি পোস্ট হতেই তাঁর দিক থেকে নজর সরাতে পারছেন না নেট নাগরিকরা।
কমেন্ট বক্সে চোখ রাখলে তেমনই মন্তব্য নজর কাড়ছে। কোনও অনুরাগী কমেন্টে লিখেছেন, 'শাড়িতে অসাধারণ লাগছে।'
আবার কোনও অনুরাগী লিখেছেন, 'গর্জাস মালাইকা।' মালাইকা অরোরার হাতে ছিল রুপোলি রঙের ছোট একটি ব্যাগ।
নজর কাড়ছিল তাঁর হেয়ার স্টাইল এবং কানের দুলও। সবমিলিয়ে একেবারে যেন বিপরীত মেরুর সাজে নেটিজেনদের চোখ কপালে তুললেন অভিনেত্রী।
পোশাক নিয়ে নানা সময়ই ট্রোলের মুখে পড়তে হয়েছে মালাইকা অরোরাকে। কখনও বডিকন ড্রেসে তো কখনও খোলামেলা পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন।
যদিও তাতে কখনও দমে যাননি অভিনেত্রী। বরং, পাল্টা জবাবও দিয়েছেন পোশাক দিয়েই।
আর তাঁর সাম্প্রতিক ছবি যেন সেই 'মু তোড় জবাব'ই দিল ট্রোলারদের। শাড়ির ছবি মালাইকা অরোরা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও দিয়েছেন। নেটিজেনদের একাংশ আবার মালাইকার শাড়ির প্রশংসা করে কটাক্ষ করে লিখেছেন যে, 'এত সুন্দর শাড়িতে যেকোনও কাউকেই ভালো লাগবে।'
অন্যদিকে, সদ্যই গিয়েছে অর্জুন কপূরের জন্মদিন। তাঁর জীবনের বিশেষ দিন তিনি কাটাতে উড়ে গিয়েছিলেন প্যারিস। সঙ্গী? অবশ্যই প্রেমিকা মালাইকা। শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -