Malaika Arora: আরবাজের সঙ্গে বিচ্ছেদের এত বছর পর বিস্ফোরক মালাইকা
বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান (Arbaaz Khan) এবং মালাইকা অরোরা (Malaika Arora)। বিবাহিত জীবনের ১৮ বছর পর তাঁরা আলাদা হয়ে যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৬ সালের মার্চ মাসে তাঁদের সেপারেশন হয়ে যায়। আর ২০১৭ সালের মে মাসে তাঁরা অফিশিয়ালি বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন।
দুই তারকার এক সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের জন্য প্রায়ই একসঙ্গে দেখা যায় আরবাজ খান ও মালাইকা অরোরাকে।
দুই তারকাই বর্তমানে অন্য অন্য সম্পর্কে রয়েছেন। সম্প্রতি নিজের শো 'মুভিং ইন উইথ মালাইকা'তে (Moving In With Malaika) ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বললেন অভিনেত্রী। জানালেন, আরবাজের পরিবারের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কতটা।
সম্প্রতি ছবি নির্মাতা কর্ণ জোহর এসেছিলেন মালাইকা অরোরার শো 'মুভিং ইন উইথ মালাইকা'তে। সেখানেই পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা সামনে আনেন অভিনেত্রী।
জানালেন, তিনি যখন দুর্ঘটনার কবলে পড়েন, তখন খান পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন।
মালাইকা বলেন, 'আমার মনে আছে, দুর্ঘটনার কবলে পড়ার পর যখন বাড়ি ফিরি, তখন অনেক আশ্চর্য ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুরো পরিবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি বলতে চাইছি, ওরা সবাই ওখানে ছিল। কিছু শিকড় কখনও ছিন্ন হয় না।'
মালাইকা আরও বলছেন, 'আমি ওদের তালিকায় এক নম্বর মানুষটা নই হয়তো। কিন্তু ওরা আমার পাশে ছিল শুধুমাত্র আরহানের জন্য।
আর এটাই সত্যি।' প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মালাইকা অরোরা।
একটি শো থেকে ফেরার সময়ে মহারাষ্ট্রের খপোলির কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নানা সময়ে অভিনেত্রী জানিয়েছেন যে, ওই দুর্ঘটনার আতঙ্ক তাঁর এখনও কাটেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -