Malaika Arora: ব্যাকলেস পোশাকে অর্জুনের সঙ্গে লাঞ্চ ডেটে মালাইকা, ভাইরাল ছবি
নেট দুনিয়ায় আবারও ভাইরাল হল অর্জুন-মালাইকার ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি অর্জুন কাপুরের সাথে ইস্টার উদযাপনের জন্য মা-বাবার বাড়ি যাওয়ার সময় ক্য়ামেরাবন্দি হলেন এই ডুয়ো।
এদিন হলুদ ব্যাকলেস পোশাকে সেজেছিলেন মালাইকা। যা ইতিমধ্য়েই শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।
করোনা বিধি মেনে অর্জুুন-মালাইকার মুখে মাস্কও দেখা গেল।
প্রসঙ্গত বলিউডের এই কাপলকে প্রায়শই মালাইকার মা-বাবার বাড়িতে যেতে দেখা যায়।
নিজেদের সম্পর্কের ব্য়াপারে কখনই রাখঢাক করেননি অর্জুন-মালাইকা।
হলুদ পোশাকের সঙ্গে মানানসই হিল জুতোয় এদিন নিজেকে সাজিয়েছিলেন মালাইকা।
অর্জুনের পরনে ছিল ক্য়াজুয়াল টি-শার্ট ও প্য়ান্ট।
দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও নিজেদের বিয়ে নিয়ে কখনই মুখ খুলতে দেখা যায়নি এই ডুয়োকে।
প্রসঙ্গত, অর্জুন-মালাইকা সোশ্য়াল মিডিয়ায় যখনই ছবি শেয়ার করেন, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -