Fahadh Faasil: হাতে ১৭ বছর পুরনো কিপ্যাড ফোন, তার দামই ১০ লক্ষ টাকা! নজর কাড়লেন এই তারকা অভিনেতা
Fahadh Faasil Luxury Phone: ফাহাদ নন, তাঁর হাতের কিপ্যাড ফোন নজর কাড়ল।-ফাইল চিত্র, vertu.com.
-ফাইল চিত্র, vertu.com.
1/10
মলয়ালি ছবির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। আর ফাহাদ ফাসিলকে চেনেন না এমন সিনেমা প্রেমীর সংখ্যা হাতেগোনা। তাঁর অভিনয়, তাঁর জীবনযাপন, এতটাই সরল যে তারকাসুলভ কিছু পাওয়া যায় না।
2/10
তবে সাধারণ অভিনেতা নন ফাহাদ। তাঁর পছন্দ-অপছন্দও সাধারণ নয়। সে ছবির স্ক্রিপ্ট হোক বা অন্য কোনও জিনিস। ফের একবার এর প্রমাণ মিলল। এই মুহূর্তে চর্চার কেন্দ্রে ফাহাদ ব্যবহৃত মোবাইল ফোন।
3/10
ফাহাদের পরবর্তী ছবির নাম Mollywood Times. বুধবার সেই উপলক্ষে বিশেষ পুজো ছিল। সেই পুজোয় অংশ নিতে যাওয়া ফাহাদের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তবে ফাহাদ নন, তাঁর হাতের কিপ্যাড ফোনটি নিয়েই জোর চর্চা এই মুহূর্তে।
4/10
স্মার্ট ফোনের যুগে ফাহাদের হাতের কিপ্যাড ফোনটি নজর কেড়েছে সকলের। কিন্তু ওই ফোনের দাম জানার পর ভিরমি খাচ্ছেন সকলে। কারণ সাধারণ দেখতে কিপ্যাড ফোনটির যা দাম, তাতে ১০টি আইফোন হয়ে যায়।
5/10
ফাহাদের কিপ্যাড ফোনটি ব্রিটেনের লাক্সারি ফোন নির্মাণকারী সংস্থা Vertu-র তৈরি। ফাহাদ Ascent Retro Classic মডেলটি ব্যবহার করেন। ওই ফোনের দাম ১০ লক্ষ টাকার বেশি।
6/10
Vertu-র ওই ফোনটি এই মুহূর্তে বাজারে কিনতে পাওয়া যায় না। ২০০৮ সালে ফোনটি বাজারে আনা হয় প্রথম। অর্থাৎ ফাহাদের ফোনটি ১৭ বছর আগের একটি মডেল।
7/10
তবে পুরনো হলেও, ফোনটি স্মার্টফোনকেও টেক্কা দিতে পারে। ফোনটি তৈরি করতে টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে। হাতে সেলাই করা চামড়ার পরতের উপর বসানো রয়েছে নীলা। ব্লুটুথ, GPR, SMS, MMS, সব সুবিধাই রয়েছে।
8/10
ফোনটির একধারে বিশেষ বাটন রয়েছে, যার মাধ্যমে পৃথিবীর ১৭০টিরও বেশি দেশে ২৪ ঘণ্টা বিশেষ সুবিধা পাওয়া যায়। ওই একটি বাটনের মাধ্যমে বিশেষ অ্যাপ সংযুক্ত রয়েছে, যাতে বেড়াতে যাওয়ার বন্দোবস্ত থেকে রেস্তরাঁয় খাওয়া দাওয়া, টিকিট বুকিং, সব কিছু সম্ভব।
9/10
ফোনটি ২২ মিলিমিটার পুরু। ওজন প্রায় ১৭৩ গ্রাম। স্টেনলেস স্টিলের কিপ্যাড রয়েছে। ফাহাদের সতীর্থ বিনয় ফর্ট সম্প্রতি জানান, ফাহাদ স্মার্টফোন ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়াতেও নেই।
10/10
তবে সাধারণ স্মার্টফোন ফাহাদের ওই কিপ্যাড ফোনের ধারেকাছে টিকতে পারবে না। Mollywood Times-এর পাশাপাশি, Maareesan, Odum Kuthira Chadum Kudhira, Karate Chandran, Patriot ছবিতেও দেখা যাবে ফাহাদকে।
Published at : 17 Jul 2025 06:57 PM (IST)