Mandira Bedi Pics: সদ্য হারিয়েছেন স্বামী রাজকে, মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি মন্দিরা বেদি

মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি মন্দিরা বেদি

1/6
সদ্য স্বামীকে হারিয়েছেন। স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর প্রথমবার মুম্বইয়ের পথে দেখা গেল বলিউড অভিনেত্রী মন্দিরা বেদিকে। কালো টপ ও কালো মাস্ক পরেছিলেন তিনি।
2/6
মন্দিরার সঙ্গে ছিলেন তাঁর মা। মনে করা হচ্ছে যে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন অভিনেত্রী ও তাঁর মা। ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে।
3/6
গত ৩০ জুন প্রয়াত হয়েছিলেন মন্দিরার স্বামী রাজ কৌশল। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ। তিনিও পেশায় একজন চিত্র পরিচালক ছিলেন।
4/6
১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজ ও মন্দিরা। তারকা দম্পতির ২ সন্তানও রয়েছে। ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে এই দম্পতির।
5/6
স্বামী রাজের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন মন্দিরা। সেখানে রাজকে নিয়ে আবেগঘন কথা লেখেন মন্দিরা।
6/6
অভিনয় ছাড়াও মন্দিরা একজন ক্রীড়া সঞ্চালক হিসেবেও কাজ করেছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রচুর ম্যাচে মাঠে দেখা গিয়েছে মন্দিরাকে।
Sponsored Links by Taboola