'Mayaa': 'মায়া'র মিউজিক লঞ্চে চাঁদের হাট, পরিচালনায় রাজর্ষি দে
বহুদিনের প্রতীক্ষার অবসান। শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে পরিচালিত 'মায়া'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি শহরের এক শপিং মলে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। হাজির ছিলেন সমস্ত কলাকুশলীরা।
উইলিয়াম শেক্সপিয়র রচিত 'ম্যাকবেথ' থেকে অনুপ্রাণিত ছবি 'মায়া'। লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ ও দুর্নীতির খেলায় মাতবেন একগুচ্ছ কলাকুশলী। প্রসঙ্গত, এই প্রথম কোনও বাংলা ছবিতে ম্যাকবেথের রূপান্তর করা হল।
মূল প্লট, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক সাবপ্লট। একাধিক চরিত্রের লোভ, উচ্চাশা, হৃদয়হীনতা ও নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণ, দেখা যাবে ছবিতে।
ডিএসআর এন্টারটেনমেন্ট হাউজের উপস্থাপনায়, দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় এই ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা সহ টলিউডের ১৯জন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন।
বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী ও বাংলা ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলার ভারতে এটি প্রথম ছবি।
রাজর্ষি দে-র 'আবার কাঞ্চনজঙ্ঘা'র বিশাল সাফল্যের পর 'মায়া' পরবর্তী ছবি। গোটা ছবিটি নারীর ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি থেকে তৈরি।
এই ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী,রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রণিতা দাশ, রতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী ও কান সিং সোধা।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য।
বিভিন্ন গানে কণ্ঠ শোনা যাবে রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য্য, উজানের। চলতি বছরের গ্রীষ্মেই মুক্তি পাবে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -