12th Fail Actress: নেটদুনিয়ার নয়া 'ক্রাশ' মেধা শঙ্কর ! 12th Fail ছবির এই অভিনেত্রীকে চেনেন ?
মনোজ কুমার শর্মা আর শ্রদ্ধা যোশীর গল্প এখন প্রতিটি মানুষের মুখে মুখে। লড়াই করে আইপিএস হয়ে ওঠা এক তরুণের সাফল্য আর সংগ্রামের কাহিনি নিয়ে ওটিটিতে ঝড় তুলেছে বিধু বিনোদ চোপড়ার ছবি '12th Fail'। ছবি- ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এই ছবিতে বিক্রান্ত মেসির অভিনয়ের পাশাপাশি সমানভাবে প্রশংসিত হয়েছে শ্রদ্ধা যোশীর চরিত্রে মেধা শঙ্করের অভিনয়। বলা যায় মেধা শঙ্করই এখন নেট দুনিয়ার নয়া ক্রাশ! চেনেন এই মেধা শঙ্করকে? ছবি- ইনস্টাগ্রাম
উত্তরপ্রদেশের নয়ডায় জন্ম মেধা শঙ্করের। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল মডেলিং এবং বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করে। ছবি- ইনস্টাগ্রাম
নয়ডাতেই তিনি তাঁর প্রাথমিক শিক্ষা শেষ করেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন। ছবি- ইনস্টাগ্রাম
তারপর দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন স্টেটমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মেধা শঙ্কর। জানা গিয়েছে মেধার মা রচনা রাজ শঙ্কর একজন নৃত্যশিল্পী এবং কোরিয়োগ্রাফার। ছবি- ইনস্টাগ্রাম
২০১৯ সালে ব্রিটিশ টেলিভিশন সিরিজ 'বিচম হাউজ'-এ রোশেনারার চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন মেধা শঙ্কর। ২০২১ সালে 'শাদিস্তান' নামে একটি হিন্দি মিউজিক্যাল ছবিতে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি বাড়তে থাকে মেধার। ছবি- ইনস্টাগ্রাম
সেই ছবিতে কীর্তি কুলহারি এবং কে কে মেননের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন মেধা। তারপর একটি সিরিজ 'দিল বেকারার'-এও অভিনয় করতে দেখা যায় তাঁকে। ছবি- ইনস্টাগ্রাম
কমেডি হোক বা সিরিয়াস চরিত্র তাঁর অভিনয় প্রতিভা ইতিমধ্যেই দর্শকের মন কেড়েছে। ২০২২ সালে 'ম্যাক্স, মিন অ্যান্ড মিয়োজাকি' ছবিতে অভিনয় করেন মেধা যা সমালোচকদের কাছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। ছবি- ইনস্টাগ্রাম
তবুও বিধু বিনোদ চোপড়ার '12th Fail' ছবির হাত ধরেই অভিনয় খ্যাতির শীর্ষে ওঠেন মেধা। বলা যায় এই ছবিই তাঁর জীবনের ব্রেক থ্রু। 'অ্যানিম্যাল' ছবিতে তৃপ্তি দিমরির পরে নেটদুনিয়ার নয়া ক্রাশ কার্যত এখন মেধা শঙ্কর। ছবি- ইনস্টাগ্রাম
শুধু অভিনয় নয়, গানের গলাও তাঁর চমৎকার। একজন দক্ষ সঙ্গীতশিল্পী হিসেবে ছবিতে সত্যিকারের গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। অনেকেই জানেন না যে মেধা একজন তালিম নেওয়া দক্ষ হিন্দু ধ্রুপদী সঙ্গীতশিল্পী। ছবি- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -