স্কুলের বন্ধুর জন্মদিন, একগুচ্ছ পুরনো ছবি ভাগ করে নিলেন মিমি
স্কুলের বন্ধুর জন্মদিন, একগুচ্ছ পুরনো ছবি ভাগ করে নিলেন মিমি
1/10
কোনও ফ্রেমে ছোটবেলার পুরনো ছবি, স্কুলের পোশাক, কোথাও আবার ছুটি কাটানোর ছবি। ছোটবেলার ছবি দেখে একঝলকে বোঝা না গেলেও, বর্তমান ছবি দেখে চিনে নিতে অসুবিধা হয় না মিমি চক্রবর্তীকে।
2/10
আজ তাঁর প্রিয় বন্ধুর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলা থেকে শুরু করে বন্ধুত্বের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নায়িকা। স্কুলের বন্ধু অঙ্কিতা আরগওয়ালের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট অভিনেত্রী মিমির।
3/10
তাঁদের বেড়ে ওঠা একসঙ্গে। ছোটবেলায় স্কুল থেকে শুরু করে এখনও পর্যন্ত ভালো খারাপ সবসময় মিমির পাশে থেকেছেন অঙ্কিতা।
4/10
সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে মিমি লিখছেন, 'স্কুল, কলেজ, হোস্টেলের ঘর, বাস থেকে শুরু করে পেনসিল, পোশাক, সবকিছু ভাগাভাগি করে নিয়েছি আমরা। তুমি সবসময় আমায় সহ্য করেছো, শান্ত করেছো। তুমি জানো কোন মুহূর্তে আমার জন্য কী সবচেয়ে বেশি ভালো বা জরুরি। সেই কারনেই তুমি সবসময় আমায় হাসাতে পারো।'
5/10
মিমি আরও লিখছেন, 'আমার প্রথম একসঙ্গে শাড়ি পরেছি, প্রথমবার প্রেম ভেঙে যাওয়ার কষ্ট ভাগ করে নিয়েছি, একসঙ্গে। শুভ জন্মদিন অঙ্কিতা। আমরা একসঙ্গে এমন আরও অনেক স্মৃতি তৈরি করব। তোমায় খুব মনে পড়ছে। অনেক ভালোবাসা ও আদর।'
6/10
সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর সঙ্গে মজার ছবি থেকে শুরু করে, একসঙ্গে সফর করার ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী। আবেগে ভাসলেন প্রিয় বন্ধুকে নিয়ে।
7/10
আপাতত মৈনাক ভৌমিকের নতুন ছবি 'মিনি'-র শ্যুটিং-এ ব্যস্ত নায়িকা। শ্যুটিং ফ্লোরের টুকরো টুকরো গল্প সোশ্যাল মিডিয়া স্টোরিতে ভাগ করে নেন মিমি চক্রবর্তী।
8/10
কখনও মেকআপ রুমে 'তিতলি' সাজতে ব্যস্ত তিনি। আবার কখনও শ্যুটিং ফ্লোরে মার্সম্যালো নিয়ে মজা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই সব ভিডিও ভাগ করে নেন মিমি।
9/10
সম্প্রতি মার্সম্যালো খাওয়ার একটি মজার ভিডিও পোস্ট করে মিমি লিখছেন, 'ভিডিও শেয়ার করে মিমি লিখেছেন, 'যখন বাচ্চারা বাচ্চাদের মত ব্যবহার করে না কিন্তু আমরা বাচ্চা হয়ে যাই।'
10/10
বাড়িতে লক্ষ্মীপুজোরও আয়োজন করেছিলেনমিমি। মায়ের সঙ্গে হাত মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজো করেন এই তারকা সাংসদ।
Published at : 24 Oct 2021 04:31 PM (IST)