In Pics: শেষ হল 'মিনি' সিনেমার শ্যুটিং, টিমের সঙ্গে ছবি পোস্ট মিমি চক্রবর্তীর
শেষ হল 'মিনি' ছবির শ্যুটিং
1/8
র্যাপ আপ হল 'মিনি' ছবির শেষ পর্যায়ের শ্যুটিংয়ের। বাকি পোস্ট প্রোডাকশনের কাজ।র্যাপ আপ হল 'মিনি' ছবির শেষ পর্যায়ের শ্যুটিংয়ের। বাকি পোস্ট প্রোডাকশনের কাজ।
2/8
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক ভৌমিক।
3/8
অভিনয়ে রয়েছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই সঙ্গে শিশু শিল্পী অয়ন্না চট্টোপাধ্যায়।
4/8
শেষ দিনের শ্যুটিংয়ের পর গোটা টিমের সঙ্গে হুল্লোড়ে মেতে উঠলেন অভিনেত্রী।
5/8
শেষ দিনে 'মিমি দিদি'-এর জন্য খুদে অয়ন্না একগাদা মিষ্টি নিয়ে হাজির হয়েছিল।
6/8
অয়ন্নার কাজের প্রশংসায় পঞ্চমুখ মিমি ও মৈনাক, দু'জনেই।
7/8
মৈনাক ভৌমিকের কথায়, 'নতুন প্রজন্মের কাবুলিওয়ালা ও মিনির গল্প হিসেবে ধরতে পারেন এই ছবিকে।'
8/8
মাতৃত্বের গল্প শোনাবে 'মিনি' ছবিটি।
Published at : 30 Oct 2021 06:51 PM (IST)