Miss USA Pageant: প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে মিস ইউএসএ প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন ক্যাটালুনা এনরিকেজ
ইতিহাস গড়লেন মিস নেভাদা খেতাব জয়ী ক্যাটালুনা এনরিকেজ। তিনিই প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে এ বছরের নভেম্বরে মিস ইউএসএ পেজেন্ট প্রতিযোগিতায় যোগ দেবেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Kataluna Enriquez
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৮ বছর বয়সি ক্যাটালুনা এর আগে মিস সিলভার স্টেট ইউএসএ পেজেন্ট প্রতিযোগিতা জিতেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Kataluna Enriquez
জুন মাস এলজিবিটিকিউ সম্প্রদায়ের লোকজনের ‘প্রাইড মান্থ’ ছিল। সেই মাসেই ইতিহাস গড়েছেন ক্যাটালুনা। তিনি সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নিজের সম্প্রদায়ের লোকজনকে এই সাফল্য উৎসর্গ করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Kataluna Enriquez
ফিলিপিন্সের বংশোদ্ভূত ক্যাটালুনা ২০১৬ থেকে রূপান্তরকামী সুন্দরী প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন। তিনি নিজের সত্ত্বা নিয়ে গর্বিত। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Kataluna Enriquez
মিস নেভাদা হওয়ার পথে ২১ জন সহ প্রতিযোগীকে হারিয়ে দিয়েছেন ক্যাটালুনা। তিনি এবার আরও বড় সাফল্য পাওয়ার আশায়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Kataluna Enriquez
ক্যাটালুনা যদি এবার মিস ইউএসএ খেতাব জিতে যান, তাহলে তিনি দ্বিতীয় রূপান্তরকামী মহিলা হিসেবে মিস ইউনিভার্স পেজেন্ট প্রতিযোগিতায় যোগ দেবেন। ২০১৮ সালে প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে এই প্রতিযোগিতায় যোগ দেন স্পেনের অ্যাঞ্জেলা পন্স। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Kataluna Enriquez
২০১২ সালে মিস ইউনিভার্স পেজেন্ট প্রতিযোগিতার নিয়ম বদল করে রূপান্তরকামীদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Kataluna Enriquez
- - - - - - - - - Advertisement - - - - - - - - -