Delhi Heat Wave: দিল্লিতে ৯ বছরে জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা, মারাত্মক তাপপ্রবাহের সতর্কতা জারি
টানা তৃতীয় দিন দিল্লিতে তাপপ্রবাহ। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি। ২০১২-র জুলাইয়ের পর থেকে এটাই সবচেয়ে বেশি তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জুলাই পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ছবি সৌজন্যে পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসফদরজঙ্গ মানমন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ বছরে জুলাইয়ে দিল্লির তাপমাত্রা এবারই সবচেয়ে বেশি। ছবি সৌজন্যে পিটিআই
গত বছর জুলাইয়ে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯-এর জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০. ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৬ ও ২০১৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ছবি সৌজন্যে পিটিআই
দিল্লিতে এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬.৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেই কারণে মারাত্মক তাপপ্রবাহ ঘোষণা করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার চলতি মরসুমে প্রথমবার দিল্লির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়। তারপরেই তাপপ্রবাহ ঘোষণা করা হয়। ছবি সৌজন্যে পিটিআই
বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মরসুমে সর্বোচ্চ। আজও দিল্লিতে তাপপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ছবি সৌজন্যে পিটিআই
দিল্লির পাশাপাশি আগরাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ছবি সৌজন্যে পিটিআই
দেশের বেশিরভাগ রাজ্যেই বর্ষা এসে গেলেও, এখনও পর্যন্ত রাজস্থান, দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবে এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি। ১৯ জুনের পর থেকে এখনও পর্যন্ত বর্ষার বিষয়ে কোনও পূর্বাভাস নেই। ছবি সৌজন্যে পিটিআই
দিল্লিতে সাধারণত ২৭ জুনের মধ্যে বর্ষা এসে যায়। ৮ জুলাইয়ের মধ্যে সারা দেশেই বর্ষা আসে। গত বছর ২৫ জুনের মধ্যে দিল্লিতে বর্ষা এসে গিয়েছিল। সারা দেশে বর্ষা এসেছিল ২৯ জুনের মধ্যে। এবার সারা দেশে বর্ষা আসতে বিলম্ব হচ্ছে। ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -