Mithai Gallery: মিষ্টিমুখেই শেষ হল 'মিঠাই'-এর সফর, 'ভালবাসায় বেঁচে থাকবে মনোহরা পরিবার', বলছেন সৌমিতৃষা
আজ ধারাবাহিক 'মিঠাই' (Mithaai) -এর শেষ সম্প্রচার। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই মনখারাপি পোস্টে ভরছে অভিনেতা অভিনেত্রীদের দেওয়াল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাদ যাননি খোদ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-ও। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন তিনিও।
সদ্য শেষ হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। আর আজ শেষ সম্প্রচার। গল্পের শেষ হল হাতে হাত রেখে মিঠাই আর তার উচ্ছেবাবুর পিঠে-পাটিসাপটা বানানো দিয়ে।
সবার গলার টাইটেল ট্র্যাকে, মিষ্টিমুখে ইতি টানা হল ধারাবাহিকের। সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একাধিক পুরনো ছবি। সেখানে রয়েছে মিঠি ও মিঠাইয়ের দুটো লুকই।
শ্যুটিং শেষে এবিপি লাইভকে (ABP Live)-কে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছিলেন শ্যুটিংয়ের শেষদিনের গল্প।শ্যুটিংয়ের শেষদিন কী করল মনোহরা পরিবার?
সৌমিতৃষা বলছেন, 'সেটে কেক আনা হয়েছিল। দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। শ্যুটিং শেষের পরে সবাই মিলে কেক কাটা হয়। সবাই একসঙ্গে বসে যেমন গল্প করেছি, আড্ডা মেরেছি, আবার আবেগপ্রবণও হয়েছি।'
সৌমিতৃষা আরও বলেন, 'আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। অনুরাগীদের থেকে প্রচুর উপহার পেয়েছি। তার প্রত্যেকটাই আমার কাছে ভীষণ দামি, ভালবেসে দেওয়া। খুব গুরুত্বপূর্ণও। সবটা আমার কাছে যত্ন করে রাখা থাকবে।'
'মিঠাই'-সংসারের সবচেয়ে বেশি কার কথা মনে পড়বে সৌমিতৃষার? একটু হেসে অভিনেত্রী বললেন, 'গোপাল'।
তারপর বললেন, 'শুধু মানুষ নয়, আমি তো আমার রূপটান ঘরের দেওয়ালগুলোকেও মিস করছি।' আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, 'তোমাদের ভালবাসায় মনোহরা পরিবার বেঁচে থাকবে চিরকাল।'
ধারাবাহিকের শেষে দেখা যাবে, ডান হাত ভেঙে গিয়েছে মিঠাইয়ের। আর তাই, এক হাতে পাটিসাপটা বানাবে মিঠাই আর সাহায্য করবে উচ্ছেবাবু। মোট কথা, মিষ্টিমুখেই শেষ হল ধারাবাহিকের গল্প।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -