Mithun Chakraborty: আমি রাতারাতি কিছু পাইনি, যতটা পেয়েছি তার জন্য প্রতিদিন লড়াই করতে হয়েছে
পর্দায় সন্তান ছবিতে তাঁকে দেখা যাবে বাবার ভূমিকায়। কিন্তু ব্যক্তিগত জীবনেও তো তিনি বাবা! বাড়িতে রয়েছে ছেলে মেয়েরা। সেই ছেলে মেয়েদের সঙ্গেই সম্পর্কের সমীকরণের গল্প শোনালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিঠুনের কথায়, 'সন্তান ছবিতে যা হয়েছে, তা কখনও আমার সঙ্গে হলে হয়তো হার্ট অ্যাটাক করেই মরে যাব। এখন বাড়িতে আমরা, ছেলে মেয়েরা সবাই বন্ধু।'
মিঠুন বলছেন, 'ছেলে মেয়েরা মায়ের সঙ্গে বেশি বন্ধু, তবে আমার সঙ্গেও বন্ধু। ইয়ার্কি ঠাট্টা করেই আমাদের গোটা দিন চলে যায়'
মিঠুন বলছেন, 'দুই ছেলে এখানে থাকে আর মেজ ছেলে আর মেয়ে আমেরিকায়। তবে আমাদের রোজই কথা হয়। কিন্তু মেয়ের থেকে সবচেয়ে বেশি বকুনি খাই। এক মেয়ে তো!'
মিঠুন যোগ করলেন, 'একটা মেয়ে মানে আমায় উড়িয়ে দেয়। এমন কী ওর ভাইদেরও কিছু বলার সাহস নেই। মেয়েই এখন টপ গিয়ারে চলছে।'
দীর্ঘ কেরিয়ার পেরিয়ে এসেছেন মিঠুন, এখন ফিরে দেখলে কখনও আফশোস হয়? একটু হেসে মিঠুন বললেন, 'এগুলো বলে লাভ কী'?
তারপরে একটু দম নিয়ে বললেন, 'আমার তো প্রতিটা দিনই লড়াইয়ের। বলতেই হবে, এক সময়ে আফশোস ছিল।'
মিঠুন আরও বললেন, 'আমি কোনোদিন রাতারাতি কিছু পাইনি। প্রত্যেকটা পাওয়ার জন্যই আমায় লড়াই করতে হয়েছে।'
মিঠুন বলছেন, 'কাজেই আফশোস কথাটা আমার ক্ষেত্রে খাটে না। আফশোস বলে কোনও লাভ নেই।'
মিঠুন বলছেন, 'যদি কিছু এমনি এমনিই পেয়ে যেতাম, তাহলে হয়তো পাওয়া না পাওয়া নিয়ে আফশোস থাকত। আমার তো পুরোটাই লড়াই করে পাওয়া।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -