Bengali Serial: সাধের আয়োজনে তিতিরের পায়েসে বিষ! কী হবে ধারাবাহিক 'মন দিতে চাই'-এ?

Bangla Entertainment News: তিতির ও রাজন্যার সাধের আয়োজন হয়েছে। আর তাই সবাই আনন্দে আত্মহারা। নাচে গানে জমাটি আসর।

তিতির ও রাজন্যার সাধের আয়োজন হয়েছে

1/10
ধারাবাহিক 'মন দিতে চাই'-তে উৎসবের আমেজ। বন্দ্যোপাধ্যায় বাড়িতে জোড়া সাধের আয়োজন।
2/10
তিতির ও রাজন্যার সাধের আয়োজন হয়েছে। আর তাই সবাই আনন্দে আত্মহারা। নাচে গানে জমাটি আসর।
3/10
সবুজ বেনারসি আর সোনার গয়নায় সেজেছে তিতির। ফুলের মালায় ঢেকেছে খোঁপা।
4/10
তবে এত আনন্দের মধ্যেও চলতে থাকে ষড়যন্ত্র। পরিবারের এই আনন্দের দিনেও কি ছেদ পড়বে?
5/10
মালিনী বিজলি সেজে বিভিন্নভাবে চেষ্টা করে তিতিরের ক্ষতি করার।
6/10
শেষমেষ সবার অলক্ষ্যে তিতিরের পায়েসে বিষ মিশিয়ে দেয় মালিনী
7/10
সেই বিষ মেশানো পায়েস কে খাবে? তিতির না রাজ্জো? সেই উত্তরই মিলবে ধারাবাহিকে।
8/10
আজই সম্প্রচারিত হবে ধারাবাহিকের বিশেষ পর্ব। ষড়যন্ত্রের পাশাপাশি থাকবে অনাবিল মজা আর আনন্দ
9/10
এই ধারাবাহিকে নায়ক নায়িকার রসায়ন বেশ পছন্দ সবারই। ধারাবাহিক থাকে টিআরপির ওপরের দিকেই।
10/10
আজ নির্দিষ্ট সময়ে সম্প্রচারিত হবে ধারাবাহিকের বিশেষ এই এপিসোড।
Sponsored Links by Taboola