Bengali Serial: সাধের আয়োজনে তিতিরের পায়েসে বিষ! কী হবে ধারাবাহিক 'মন দিতে চাই'-এ?
ধারাবাহিক 'মন দিতে চাই'-তে উৎসবের আমেজ। বন্দ্যোপাধ্যায় বাড়িতে জোড়া সাধের আয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিতির ও রাজন্যার সাধের আয়োজন হয়েছে। আর তাই সবাই আনন্দে আত্মহারা। নাচে গানে জমাটি আসর।
সবুজ বেনারসি আর সোনার গয়নায় সেজেছে তিতির। ফুলের মালায় ঢেকেছে খোঁপা।
তবে এত আনন্দের মধ্যেও চলতে থাকে ষড়যন্ত্র। পরিবারের এই আনন্দের দিনেও কি ছেদ পড়বে?
মালিনী বিজলি সেজে বিভিন্নভাবে চেষ্টা করে তিতিরের ক্ষতি করার।
শেষমেষ সবার অলক্ষ্যে তিতিরের পায়েসে বিষ মিশিয়ে দেয় মালিনী
সেই বিষ মেশানো পায়েস কে খাবে? তিতির না রাজ্জো? সেই উত্তরই মিলবে ধারাবাহিকে।
আজই সম্প্রচারিত হবে ধারাবাহিকের বিশেষ পর্ব। ষড়যন্ত্রের পাশাপাশি থাকবে অনাবিল মজা আর আনন্দ
এই ধারাবাহিকে নায়ক নায়িকার রসায়ন বেশ পছন্দ সবারই। ধারাবাহিক থাকে টিআরপির ওপরের দিকেই।
আজ নির্দিষ্ট সময়ে সম্প্রচারিত হবে ধারাবাহিকের বিশেষ এই এপিসোড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -