Monami Ghosh: 'সাজগোজ ভাল লাগে', ছোটবেলায় তাই বিমানসেবিকা হতে চেয়েছিলেন মনামী!
অভিনয় থেকে নাচের আঙিনায় তাঁর সাবলীল যাতায়াত। কিন্তু সেই অভিনেত্রী-নৃত্যশিল্পী এবার রেকর্ডিং স্টুডিওতে! নাহ, ডাবিং নয়, গান রেকর্ড করার জন্য। প্রথমবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মনামী ঘোষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু কী তাই, প্রযোজক হিসেবেও হাত পাকাতে চলেছেন মনামী। নতুন মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে তাঁরই প্রযোজনা সংস্থা থেকে।
জুলাই মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে 'ভিটামিন এম'। নতুন এই মিউজিক ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে গান গাইতেও শোনা যাবে মনামীকে।
ঠিক ১ মাস আগে মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালিত ছবির সৌজন্যে মনামী এখন 'টাপাটিনি গার্ল'
'বেলাশুরু'-র গান 'ইনি বিনি টাপা টিনি'-তে নাচ করতে দেখা গিয়েছিল মনামীকে। সেই গানের সুরে-তালে মনামীর নাচ মন জয় করেছে দর্শকদের। ছুঁয়ে গিয়েছে পর্দার 'পিউ'-র অভিনয়ও।
ছোটবেলা থেকেই নাচ করতেন মনামী, অনেক অল্প বয়সেই পা রেখেছেন অভিনয় জগতে। ছোট থেকে কী অভিনেত্রী হওয়ারই স্বপ্ন দেখেছিলেন তিনি?
এবিপি লাইভকে মনামী জানিয়েছেন, তিনি সাজগোজ ভালোবাসতেন, তাই ছোটবেলায় বিমানসেবিকা হতে চেয়েছিলেন তিনি।
ছোট্ট মনামীর ধারণা ছিল, বিমানসেবিকাদের কাজ কেবল সাজগোজ করে ঘুরে বেড়ানো। অবশ্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনামী নাচ আর অভিনয়ের মধ্যেই খুঁজে পান নিজেকে।
নাচ বা অভিনয়ের ক্ষেত্রে সবসময়েই পরিবারের সমর্থন পেয়ে এসেছেন মনামী। বড়পর্দা থেকে ছোটপর্দা চুটিয়ে কাজ করেছেন তিনি।
নিজের প্রযোজনা সংস্থায় প্রথম কাজ, কতটা অন্যরকম অভিজ্ঞতা হল? মনামী বললেন, 'ভিডিওটা নিয়ে খুব ছুটোছুটি হয়েছে। গান থেকে শুরু করে সেট, কথা, লাইট, কস্টিউম.. সবকিছুর জন্য় আমায় আর সৈকতকে প্রচুর কাজ করতে হয়েছে। নিজে হাতে সেট এঁকেছি, পোশাক ঠিক করেছি। ভবিষ্যতে এই প্রযোজনা সংস্থা নিয়ে হয়ত আমরা অনেক কাজ করব, কিন্তু এই প্রথম কাজটা মনে থেকে যাবে চিরকাল। এটা আমাদের বাচ্চার মতো। এবার দেখার দর্শকদের কেমন লাগে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -